কতদিন হলো বাসায় বার্থডের দিনে থাকা হয় না।শুধু মনে হচ্ছিলো ,ইশ যদি বাসায় যেতে পারতাম। গতকাল রাতে আমার এক রুমমেট যখন ১১টার দিকেই লাইট অফ করে ঘুমায় পড়লো অনেক অবাক হয়েছিলাম মনে মনে।তখন আমার বেস্ট ফ্রেন্ড বললো, চল ব্যাডমিন্টন খেলি।যদিও ওরা ভুলে কেক এর কথা বলে ফেলছিলো তারপরেও আসলে বুঝি নাই ওরা কি করবে।রুমে ঢুকে দেখি রুম বেশ সাজুগুজু করে ফেলছে আর অনেক ইয়াম্মি একটা কেক। । অনেক রাত পর্যন্ত হইহুল্লুর আর ফটোসেশন,নাচানাচি।সবার জন্য অনেক মজা পাইছি।আর অনেক বড় সারপ্রাইজ ছিলেন আমার এক সিনিয়র আপু।উনি যে আসবেন ভাবতেই পারি নাই।
সকালে যখন msg চেক করতেছিলাম দেখি আমার অন্কেয ক্লোজ ফ্রেন্ড্রা কেউউ আমাকে wish করে নাই।একটু দুঃখই পাইসিলাম।তার একটু পরেই দেখি বিশাল কেক হাতে নিয়ে ওরা রুমে ঢুকতেছে।পুরাই surprised.তারপর তো আমরা ভূতের বাড়ি তে খাওয়া ,বুয়েট মাঠে খেলা দেখতে যাওয়া , আবার ব্যাডমিন্টন খেলা।awesome একটা দিন কাটলো।১১।।১২।১৩ তো আর ১০০ বছরে পাব না। কি আর আছে জীবনে।
সবাইকে কেক খাওয়ার দাওয়াত দিতাম।বাট কেক খেয়ে ফেলছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


