(ভিতরে যাওয়ার দরকার নাই) পাকি পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশে আসতেছেন । এই খবর শোনার পর থেকে এরশাদ সাহবের ঘুম আসতেছে না । গোপন সূত্রে খবর পাওয়া গেছে এরশাদ সাহেব শাহজালাল বিমান বন্দরে হিনা কে রিসেভ করতে আগ্রহী । এদিকে মৌলবাদী আওয়ামী কুল এক যুক্ত বিবৃতিতে বলেন পাকিস্থানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর মুক্তিযুদ্ধের চেতণা পরিপন্থি হলেও হিনা রব্বানির সফর মুক্তিযুদ্ধের চেতণা বিরোধী নয় । এছাড়া তারা এরশাদ সাহেবকে হিনার সফরের সময়ের জন্য অন্তবর্তী কালীন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ার অনুরোধ করেন । তারা আশংকা প্রকাশ করেন তা নাহলে আগামী নির্বাচনে এরশাদ সাহেব গৃহপালিত বিরোধীদলের নেতা হতে রাজি হবেন না ।-----------------]
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




