[রং=#ঈঈ00ঋঋ] [আন্ডার] 'বিভব' খুঁজে দিলাম শেষে 'হৃদয়' জলাঞ্জলী [/আন্ডার] [/রং]
অন্য আকাশ
'অর্থ' ছাড়া আমার প্রেমের সবটা ছিল খাঁটি-
বললে তুমি 'টাকা'ই আসল- আর বাকী সব ফাঁকি।
তোমার জন্য 'বিভব' খুঁজে- 'বিবেক' দিলাম বলী
হাসতে হাসতে দিলাম শেষে- 'হৃদয়' জলাঞ্জলী।
তোমার চোখে এখন অাঁধার- কষ্ট, প্রতি রাতে-
অতীত সুখের শোকে নিত্য, ভাসছো অনুতাপে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



