অন্য আকাশ
এই চিরকূট তুমি পড়তে চাওনা- খুব ভয়
পাছে সরাসরি জেনে যেতে হয়-
নিঃস পাখীর মতো পালকের সব উষ্ণতা
তোমাকেই সঁপে আছি।
এই টেলিফোন তুমি ধরতে চাওনা-খুব ভয়
পাছে নিজকানে শুনে নিতে হয়-
আমার সমস্ত কথা, কবিতার সব উচ্চারণ -
কেবলই তোমার জন্য, এককণা
ভালবাসা-দৃষ্টির খোঁজে !
এই ছবি, এই অনশেষ স্মৃতি- তুমি আর
অ্যালবামে রাখতে চাওনা- খুব ভয়,
পাছে কোনদিন তোমারও হৃদয় জুড়ে ওঠে ঝড়_
পাছে কোনদিন-
একটি কুয়াশার দীর্ঘ চাদর দুহাত দিয়ে ঠেলে
সব কঠিন তপস্যা-
সব সুকঠিন অঙ্গিকার ভেঙ্গে চূড়ে-
তুমি আত্মসমর্পিত নাবিকের মতো স্বেচ্ছায়-
নিজ থেকে পুনরায়- চলে আসো কাছে !
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



