অন্য আকাশ
আয়োজন সমাপ্ত শত রাগে !
কতোবার চোখের বিদ্যুতে মেলামেশা হলো !
কতোবার আড়চোখে- দূরের আকাশ থেকে-দুজনায়
অনুভুতি বিনিময় হলো......!
বলতে পারিনা তবু-ফুল্লোরা, নাও-
অন্ততঃ একবার তুমি তুলে নাও এই কাশবন-
এই নদী-
নিয়ত সুখের উচ্ছাসে জাগা এই অনিন্দ্য অনুভূতি !
সব নাও !
কতোবার ঠোঁটের ভঙ্গিতে হেলাখেলা সব হলো !
কতোবার অবিরাম কথার খুঁনসুটি- ছড়াতে ছড়াতে
গোপনে গভীরে- তোমার মুগ্ধতায়-ডুবে যাওয়া হলো-
বলতে পারিনা তবু-ফুল্লোরা, নাও-
অন্ততঃ এইবার তুমি তুলে নাও
এই ফুলডোর, এই তিথি-
নিত্য তোমার প্রেমে বাজাতে চাওয়া এই বাঁশি !
সব নাও !
আয়োজন সমাপ্ত শত রাগে !
কতোবার মুগ্ধতায় মুখোমুখি দুজনে !
অনুক্ত কথার তুষারে তবু ভালবাসা হিম-
প্রস্তাবনা পড়ে থাকে দীর্ঘ দ্বন্দ্বতে !
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৬ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



