অন্য আকাশ
কতো সহজেই
পারতে ফোটাতে তুমি- এরকম অজস্র গোলাপ
একটি স্বপ্নের পাশে- সাবলীল
একটি চাওয়ার পাশে- সাগ্রহে- নিরিবিলি।
কতো সহজেই
পারতে হাঁটতে তুমি- দীর্ঘ মদির এক বিকেল
এমন প্রস্ফুটিত আলোক-
এমন তৃষ্ণার্ত শব্দ ছুঁয়ে-
একাকিনী ।
কতো সহজেই প্রনয়ের বিমুগ্ধ রিবনে -
জড়াতে জড়াতে তুমি
জড়িয়ে ফেলতে পারতে-পুরো-আমাকেই
অনিঃশেষ, দ্বিধাহীন রাতে,
পারতে তুমিই অদেখা পৃষ্ঠা জুড়ে-আকাশের বুকে
অচেনা রঙের পেন্সিলে এঁকে দিতে এক ভীষণ
অবিনাশী সুখের অনিন্দ্য আল্পনা।
পারতে তুমিই এনে দিতে লাস্যময় শব্দের
অপরূপ বিভা-
আমাকে অসীম নিঃস্তব্ধতার ভেতর থেকে টেনে তুলে
কী প্রবল মোহন মুখরতায়
পারতে ভাসিয়ে দিতে শুধু তোমার রিনিঝিনি
কথার বন্যায়!
পারতে তুমিই অাঁধারের দিক থেকে এই মুখ
অনিন্দ্য আলোর দিকে,
নিত্য ফেরাতে !
না হয় কিছু ভুল-অজান্তে আমারই ছিল-
আমার সকল উপলব্ধির মাঝে-
পারতে তুমিই তবু বোঝাতে একবার-
কী ভীষণ তীব্র অনুশোচনায়
তোমাকে খুঁজতে হবে - পৃথিবীর পথে পথে
একবার, হারিয়ে ফেললে- অবহেলায়,
শেষ সিদ্ধান্তের পাহাড় সমান- এ অসহ্য এক ভুলে !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



