অন্য আকাশ
যে পারে ভুলে যেতে বর্ণাঢ্য বৈশাখ
আমিও দিয়েছি তাকে
দীর্ঘ নির্বাসন,
সমস্ত যুগল স্মৃতি
আমি তার অ্যালবাম থেকে তুলে
ফিরিয়ে এনেছি জোর করে।
যে পারে ভুলে যেতে সমৃদ্ধ শ্রাবণ
আমিও দিয়েছি তাকে
স্পষ্ট বিসর্জন,
সমস্ত ভুলের প্রীতি
আমি তার আনন্দিত প্রহর থেকে কেড়ে
ফিরিয়ে এনেছি জোর করে।
যে পারে ভুলে যেতে স্মৃতির ফাল্গুন
আমিও দিয়েছি তাকে
বিষাদিত ফুল,
সমস্ত সুগন্ধ-সুখ
আমি তার উৎফুল্ল ্ল অনুভব থেকে ছিঁড়ে
ফিরিয়ে এনেছি জোর করে।
যে পারে ভুলে যেতে পৌষের প্রণয়_
তার-ই জন্য জমা হয়
ফুল- পাখী- আর
প্রকৃতির যাবতীয় ঘৃণা....।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৭ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



