কি থাকে মেশানো মমতায় ঐ হাতে ?
যখন বাড়িয়ে দাও চায়ের পেয়ালা হাসি মুখে,
উত্তপ্ত ধোঁয়ার মতো
আমারও ভেতরে কাঁপে শ্রাবন-উচ্ছাস-
মুহূর্তে মন আমার
উড়োপাখী হয়
তোমার স্পর্শমাখা
স্বচ্ছ-আকাশে।
কি থাকে জড়ানো চোখের তারায়-
মেঘের সীমান্ত ছোঁয়া ঐ চুলে ?
যখন এলিয়ে দাও ঐ মাথা
চোখে অপরূপ ভঙ্গীমা এনে,
নির্জন রাত্রির অপূর্ব কাব্যের মতো
আমারও ভেতরে জ্বলে সহস্র জোনাক-
মুহূর্তে মন আমার
উত্তাল প্রজাপতি হয়
তোমার গন্ধমাখা
ফুল্ল্ল-বাগানে।
এইভাবে প্রতিদিন সুখ-
তোমার সামান্য কথা,
সামান্য সময় শুধু মুখোমুখী থাকা-
অদ্ভুত, অবিনাশী সুখ!
--------------------------------------------
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১২ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



