অন্য আকাশ
ইচ্ছে করেই তুমি ভুলে থাকো
ভুলে যাও-
বিপুল বৃষ্টিতে কাঁপা দীর্ঘ দুপুর
বুড়িগঙ্গায়
নৌকার ছইয়ের ভেতর থেকে দেখা
চন্দ্রালোকিত রাত ।
আমাদের প্রসন্ন বেলা...।
আলতো ছোঁয়ার ভেতরে জমা যতো সুখ-
আনন্দে উজ্জল ওই মুখ, আর
না বলা বাণীর মধ্যে বলা সব কথা...।
ইচ্ছে করেই তুমি ভুলে থাকো
ভুলে যাও-
এই নগরীতে এক বিকেল ছিল-
বিকেলের বাতাস জুড়ে হাস্নু-হেনার
মৌ মৌ সুঘ্রাণ ছিলো,
আর ভালবেসে আমাদের হাত
যুগ যুগ যুগলবন্দী ছিলো।
ইচ্ছে করেই তুমি ভুলে থাকো
ভুলে যাও-
এই নগরীতে, নির্জনে, তোমার এতো বেশী চেনা
আরো একজন, অপেক্ষায় থাকে -
এখন প্রীতির আকাশে সেই চাঁদ
অনন্ত অমাবস্যায় ঢাকলেও-
কৃষ্ণচূড়ার আকাশ ছুঁয়ে গত ফাল্গুনে
কী তোমার প্রতিশ্রুতি -ছিলো তার
সমর্পিত সব সময়- সম্পূর্ণ সত্তার কাছে !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



