মানবাধিকার সংগঠন অধিকার এই হিসেব দিয়েছে ।আপনার নজরে এসেছে? পত্রিকায় আজ ছাপা হয়েছে কিনা নিশ্চিত নই ।
রিপোর্টে বলা হয়েছে, গত 10 দিনে রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে 20 জন বিএনপি,13 জন আওয়ামীলীগ, 9 জন জামায়াত ই ইসলামীর নেতা-কমর্ী। অন্যান্যদের মধ্যে,2 জন ইসলামী ঐক্য জোট কমর্ী 2জন ,এবং ওয়ার্কার্স পার্টির 1 জন,পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির 2 জন,অজ্ঞাতনামা 2 জন,সাধারণ নাগরিক 1 জন।
চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে ও পরে ,তত্ত্বাবধায়ক সরকারেরপ্রধান উপদেষ্টা নিয়োগ,প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ,নতুন কমিশনার নিয়োগের দাবিতে গত 24 অক্টোবর থেকে5 নভেম্বর পর্যন্ত সারা দেশে রাজনৈতিক সহিংসতায় এই 50 জনের মৃত্যু হয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



