মহাজোটের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পর বক্তব্য দেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ । তার ওপর কত অত্যাচার নিযর্াতন হয়েছে এসব ফিরিস্তি দিয়ে তিনি আঁতকা বলে ওঠেন আজকের জন্য তিনি একটা কবিতা লিখে নিয়ে এসেছেন ।একথা বলার পর হল ভর্তি লোক হো হো করে হেসে ওঠেন।কেউ কেউ করতালি দেন।শেখ হাসিনা ফোড়ন কাটেন,লজ্জা দিয়েন না।চলে যাবে!
এরশাদের কবিতাঃ
মুক্তির একই পথসংগ্রাম
অনাচার-অবিচার শোষনের বিরুদ্ধে
বাঁচার জন্য ভয়,সংশয় রেখে
প্রতিজ্ঞা করেছি আজ মোরা লড়বো
কাটবে জীবনের দুঃখময় রাত্রি
সোন্দর এক বাংলাদেশ মোরা গড়বোই গড়বো ।।
প্রতিজ্ঞা,সংগ্রাম কথাগুলো বলার সময় শেখ হাসিনা মুখ চেপে হাসেন এবং বলেন,প্রতিজ্ঞা করতেছে!!