ইদানিং নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। পত্রিকার পাতা খুললেই শুধু মৃত্যু আর মৃত্যু । সব মৃত্যুর খবর হয়তো চোখেও লাগে না কিন্তু কিছু কিছু খবর আছে যেগুলো চোখে না পরে যাই না। মৃত্যু স্বাভাবিক ব্যাপার মানুষের জীবনে,কিন্তু কিছু মৃত্যু এত বেশি অসাভাবিক যে সেগুলা মেনে নেয়া যায় না । গত ১/২মাস এ এমন কিছু মৃত্যুর খবর দেখলাম যা দেখলে সত্যিই এখন মৃত্যু কে স্বাভাবিক না অস্বাভাবিক মনে হয়.
প্রথমেই বলব ঢাকা ইউনিভর্সিটি এর ছাত্র আবু বকর এর কথা। এই ছেলে নাকি তার বিভাগের ফার্স্ট বয় ছিল । শেষ বর্ষের পরীক্ষাও দিয়েছিলো ফলাফল প্রকাশের বাকি ছিল শুধু (পরে ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যায় সে যুগ্মভাবে প্রথম হয়েছে পুরা বিভাগে)। এই ছেলেটি মারা যায় ঢাকা ইউনিভর্সিটি এর রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে,যদিও প্রায় সব পত্রিকায় এটি আসছে যে সে কোনো ছাত্র সংগঠন/পলিটিকাল পার্টি এর সাথে জড়িত ছিল না। এই আবু বকর এর মৃত্যুর সময় তার রুমে নোট খাতা পাওয়া সেটাই নাকি ১টি প্রশ্নের অর্ধেক উত্তর লেখা ছিল (সুত্র --প্রথম আলো), তার মানে সে ওই সময় ওই খাতায় লিখছিল .এমন ১টি ছেলের মৃত্যু আমরা চোখের সামনে দেখলাম, পত্রিকায় এর খবর পড়লাম কিন্তু এর বিচার কি ?যারা আবু বকর এর মত ছাত্র কে মারলো তারা তো এই দেশে দিব্বি ঘুরে বেড়াচ্ছে,কিন্তু এই গরিব ঘরের ছেলেটার জন্য কি সরকার এর কিছু করার নেই, নাকি গরিব বলে সরকার এর এত দাম দেবার সময় নাই? আজ যদি কোনো মন্ত্রী এর ছেলের এমন মৃত্যু হত তাহলে কি আমাদের সরকার এত চুপ থাকত,এত নির্বিকার ভাবে মনে হই না কোনো দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের ছােএর মৃত্যু কে মেনে নেয়া হয়।
আর ২য়্ঃত যার কথা বলব সে হলো হামিম । আবু বকর উনিভ এর ছাত্র ছিল কিন্তু এই হামিম ছিল স্কুলের ছাত্র.এই ছেলেটিকে মেরে ফেলা হয় কাকরাইল মোড় এর কাছেই উইন্স লিটিল ফ্লাওয়ার স্কুলের সামনে যে বাস এর কাউন্টার গুলা আছে সেখানে তার মা কেও প্রায় মেরেই ফেলছিল,মহিলে বেচে যান কিন্তু নিজের জীবন এর বিনিময় এ তাকে তার ১মাত্র ছেলে কে হারাতে হয়। এই ঘটনার পর ও কিছু দিন পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয়। এই বিষয়ে তারপর যথারীতি সবাই চুপ,সরকার বিব্বৃতি দেয় আর পুলিশ বলে যে পরবর্তী সময় থেকে এইগুলা যেন না হয় ব্যবস্থা নেয়া হবে
আজ আমরা হামিম এর মৃত্যু দেখলাম,আবু বকর এর মৃত্যু দেখলাম,আমরা চুপ ছিলাম,আমরা চুপ আছি,আমাদের চুপ থাকতে হই কারণ আমরা সাধারণ পাবলিক.আমাদের এত ক্ষমতা নেই যে আমরা দুনিয়া/দেশ বদলায় দিতে পারব,আমাদের সরকারী দলগুলো বরাবরই অনেক ক্ষমতাবান,তারা আমাদের হাত এ,পায়ে এ শিকল দিয়ে রেখেছে যে শিকল আমরা ইচ্ছে করলেই ভেঙ্গে ফেলতে পারি কিন্তু ভাঙ্গি না কারণ আমরা ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করি। কে যাই এত ঝামেলা করতে!!!!!হমমম,আসলেই তো তাই,কে যায়!! যার কাছের মানুষ যায় সেই বোঝে হারানোর কষ্ট কি রকম,আমরা বুঝি না,আমরা পত্রিকায় পড়ি ,খারাপ লাগে তারপর আবার আগের মত স্বাভাবিক হয়ে যাই ,আমাদের তো এখন দিনে ৪/৫টা খুন এর খবর না পড়লে ভালো লাগেনা, মনে হই ইসস আজকে তো দেশে তেমন ইম্পর্টান্ট কিছু হই ই নাই
কোনো ১ অলস দুপুরে বা মন খারাপ করা সময়ে যখন এইগুলা মাথায় আসে তখন কষ্টে বুকটা ফাকা হয়ে যাই.হামিম,আবু বকর তোমরা ভালো থেকো এই দেশ যা তোমাদের দিতে পারেনি, এই দেশ তোমাদের হত্যার যে বিচার করতে পারেনি সেই বিচার হয়তো পরকাল এ কেউ করবেন.
স্রষ্টা তুমি কি অনেক ব্যাস্ত??এই সাধারণ মানুষ গুলার দুঃখ কি তুমি দেখো না???স্রষ্টা তোমাকে ইদানিং বিবর্ণ মনে হই,অনেক বেশি বিবর্ণ মনে হই.......................
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




