আজ অনেক দিন পর তাকে দেখলাম..প্রায় ১ বছর পর এতো কম দূরত্বে দাড়িয়ে দেখলাম..মাত্র ১০-১৫ সেকেন্ড হবে হয়তো।আলতাফ ভাই এর দোকানে বাকি-র টাকাটা দিতে না গেলে হয়তো তাও হত না।বেশিক্ষন দেখার সাহস/সুযোগ কোনটাই হয় নি,চোখাচোখি হবার ভয়ে চলে এসেছি।অথচ ১টা সময় ক্যাম্পাসের সোডিয়াম আলোর নিচে দাড় করিয়ে তাকে কতই না দেখতাম।২ আঙ্গুল দূরে বসলে মনে হত কতো দূরে বসে আছে।আমার পাশে হাত ধরে বসে থাকাটা অনেক পছন্দের ছিল তার।বলতো এই হাত দিয়ে যেন সিগারেট না খাই।কিন্তু এখন ওই হাতে প্রায় সময়ই সিগারেট থাকে....
কোন খোজ-খবর রাখার চেষ্টা করি না,কিন্তু শুনেছি তার নতুন সম্পর্ক হয়েছে। অনেক সুন্দর হয়েছে ও।আজ বেশ সেজেছিলো।কপালে কালো রঙের টিপ টা ছিল কিনা খেয়াল করিনি।কালো টিপ পড়লে ওকে দারুন লাগতো......
কত স্বপ্ন,কত আশা-কখনো ভাবিনি এমন দিনও আসবে।আসলেই মানুষ ভাবে এক, আর হয় আরেক।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




