আমার এই একটা অভ্যাস আছে । আমি কখনও আমার প্রিয় মানুষ গুলোর জন্মদিনের কথা ভুলি না । হ্যা এই কথাটা আলাদা যে প্রিয় মানুষ গুলোর বেশির ভাগই আমার জন্মদিনের কথা মনে রাখে না ।
যাক সে কথা !
যখন যার জন্মদিন হয় আমার প্রথম কাজ হয় ঠিক ১২টার সময় তার মোবাইলে একটা জন্মদিনের এসএমএস পাঠানো । আজকেও মেসেজ টাইপ করা আছে কিন্তু মেসেজটা পাঠাতে পারছি না । পরী আপুটার ফোন নম্বর জানি না



যা হোক আরো একটা কাজ করতে চেয়েছিল । তার জন্মদিন উপলক্ষে একটা গল্প লিখতে চেয়েছিলাম । কিন্তু সেটাও পারছি না ।
বাসায় এসেছি । এখানে মোবাইল নেট ছাড়া আর কোন উপায় নাই । আর মোবাইল দিয়ে খুব বড় পোষ্ট দেওয়া যায় না


যা চেয়েছিলাম তার কিছুই তো হচ্ছে না । তো কি হয়েছে ? আপুর জন্য ভালবাসার কি কমতি আছে ?
আজ এতো না না নার ভিতরে অপুটার জন্য ভালবাসার কোন কমতি নাই ।
আজ আপুকে কেবল একটা কথা বলতে চাই , না ঠিক একটা না অনেক কথা বলতে চাই ।
আপু তুমি যতদুরে থাকো না কেন সবসময় মনে রেখো তুমি তোমার এই ছোট্ট ভাইটার হৃদয়ের খুব কাছাকাছি আছো আর সারা জীবন থাকবে । যে আদর আর ভালবাসা তোমার কাছ থেকে পেয়েছি তা সারা জীবন আমি মনে রাখবো !
আর আজকের দিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা । দোয়া করি আরো এরকম যেন হাজারটা জন্মদিন তোমার জীবনে আসুক । পৃথিবীর সব টুকু আনন্দ যেন তোমাকে ঘিরে থাকুক !
তুমি একটা জিনিস চেয়েছ আর সেটা হয় নি এমন ঘটনার জন্ম যেন পৃথিবীতে হয়ই না । তুমি ভাল থাকো সব সময় ।
শুভ জন্মদিন প্রিয় পরী আপু !