প্রতিবছর বই মেলার সময়টা আমার জন্য বড় আনন্দময় একটা সময় । প্রতিবার মেলাতে আমি বেশ কয়েকবারই গিয়ে হাজির হই । বেশির ভাগ সময়ই মেলাতে একা একাই ঘুরি । এক কী দুইবার কোন বন্ধু সাথে থাকে । স্টলে স্টলে স্টলে গিয়ে বই নেড়ে চেড়ে দেখতে আমার বড় ভাল লাগে । কিন্তু ছুটির দিন গুলোতে এই সুযোগটা পাওয়া যায় না শান্তিমত । এতো মানুষ তখন মেলাতে আসে যে শান্তিমত বই দেখা যায় না । এই জন্য সব সময় ছুটির দিন গুলো আমি এড়িয়ে যাই । কিন্তু কপাল এমনই খারাপ যে ছুটির দিন ছাড়া ২২এর বইমেলাতে যাওয়ার আর কোন সুযোগই নেই । গত শুক্রবার ঢাকার বাইরে থাকার কারণে মেলাতে যাওয়া হয় নি । আজই প্রথম ।
চারটার দিকে হাজির হলাম মেলাতে । আগে থেকেই লিস্ট নিয়ে গিয়েছিলাম কোন কোন বই কিনবো ! বিশেষ করে ব্লগারদের বইয়ের লিস্ট এবং স্টল নম্বর টা কাগজে লিখে গিয়েছিলাম । প্রথম বইটা কিনলাম পেন্ডুলাম থেকে । এসিড বৃক্ষের গান । হামা ভাইয়ের বই ।

একই স্টল থেকে আরেকটা বই কেনা হল । নর্স মিথ ।

এরপর আস্তে ধীরে ঘুরতে ঘুরতে বই কিনতে লাগলাম ।





মেলা থেকে আমি বই কিনবো অথচ ভুতের বই কিনবো না তা তো হয় না । ভুতের বই কিনে ফেললাম ।


এই বইটা আমি কিনতে চাই নি কিন্তু ফ্ল্যাপে লেখা অংশটুকু বেশ আগ্রহ জাগলো । দামটা একটু বেশি বইটার । প্রথমে না কিনেই ফিরে গেলাম তবে পরে আবার ফিরে এসে কিনে ফেললাম ।

এরপর খুজতে লাগলাম মাওলা ব্রাদার্সের প্যাভিলিয়ন । এদিক ওদিক হাটা শুরু করলেও সেই প্যাভিলিয়ন আর খুজে পাই না । শেষ এক সময় সেটা খুজে পেলাম একজন স্টল কিপারের সাহায্যে । সেখান থেকে কিনলাম সাজিদ আবিরের ''শহরনামা''

আরও কয়েকটা বই কেনার ইচ্ছে ছিল কিন্তু লক্ষ্য করলাম যে চারিদিকে এতো মানুষ যে ঠিক মত দম ফেলার সুযোগ নেই । এই কারণেই শুক্রবারে আমি বইমেলাতে যাওয়ার পক্ষে না । কিন্তু কি আর করা । বাকি যে বই কেনার সেটা সামনের শুক্রবারে হবে আশা করি ।
বই মেলার ঘুরতে আসা মানুষ ছিল আজকে প্রচুর । কিন্তু সেই অনুপাতে কি বই বিক্রি হয়েছে ?
আমার তো মনে হয় না । মেলাতে আসা মানুষের ২০% হয়তো গড়ে একটা বই কিনেছে । বাকি অংশ টুকু কোন বই না কিনে কেবল ঘুরে ফিরে ছবি তুলে আর ফুটকা চটপটি খেয়ে ফিরে যায় ।
মেলাতে গেলে ছুটির দিন গুলো এড়িয়ে যাওয়াই ভাল । তাহলে শান্তিমত বই খুজে পড়তে পারবেন।
বই মেলায় আসুন । ব্লগারদের বই কিনুন । সাথে সাথে বই অন্য লেখকদের বই কিনুন । বই না পড়ে বইয়ের ব্যাপারে কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন । বই মেলায় আসলেই এক শ্রেণীর মানুষকে দেখা যায় মেলাতে বের হওয়ার বই সম্পর্কে আজেবাজে কথা বলতে । অথচ তারা বই পড়ে না । বই না পড়ে তারা কিভাবে বুঝে ফেলে যে বইটা খারাপ সেটা আমি আজও বুঝতে পারলাম না ।
বই পড়ুন ।
বই সব থেকে ভাল সঙ্গী ! যারা জীবনে বই পড়ে নি তাদের চিন্তা ধারা উচু নয় ! এটা মনে রাখবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



