
সকল শিক্ষিত ব্যক্তিরাই ব্যক্তি আক্রমণ শব্দটার সাথে পরিচিত । সামুতে বর্তমানে যারা ব্লগিং করেন তারা এই শব্দটার সাথে আশা করি খুব ভাল ভাবে পরিচিত । বিশেষ করে কয়েক বছর ধরে তো বেশ ভাল ভাবেই শব্দটা শুনে আসছেন, অনেকেই এর শিকার হয়েছেন হয়েছেন । গুটি কয়েক মানুষ করেছেন, করে চলেছেন ! বিভিন্ন মানুষের মনভাব যেহেতু বিভিন্ন রকম তাই তাদের কাছে ব্যক্তি আক্রমণের সংঙ্গাও ভিন্ন রকম । একজন যে বাক্যটাকে ব্যক্তি আক্রমণ মনে করলো অন্য জন সেটাকে কেবল সমালোচনা বলেই মানতে রাজি । বিভিন্ন মানুষের মনের ব্যাপার আমার পক্ষে জানা সম্ভব না । আমি কেবল আমার মনের কথা বলতে পারি । আমি নিজে ব্লগে ব্যক্তি আক্রমণ বলতে আসলে কী বুঝি সেটা নিয়ে বলা যেতে পারে । আপনারাও নিজেদের আইডিয়া এখানে শেয়ার করতে পারেন তাতে অন্যেরা কিছুটা ধারণা পেতে পারে ! এখানে কেবল ব্লগ পোস্ট এবং পোস্টের মন্তব্যে করা ব্যক্তি আক্রমণ নিয়ে কথা বলবো ! এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি কাউকে আসলে ঠিক ব্যক্তি আক্রমণের সুফল কুফল নিয়ে কোন কিছু বলতে আসি নি । আমি কেবল বলতে এসেছি যে ব্লগে কোনটা আমি নিজে ব্যক্তি আক্রমণ মনে করি ! এবং আপনি আমার সাথে অবশ্যই দ্বিমত পেষণ করতে পারেন ।
ব্লগে আসলে দুইটা গ্রুপ আছে । একটা দল মনে করেন যে তাদের পোস্টের বিরুদ্ধে কিছু বলাই মানে হচ্ছে তাদেরকে ব্যক্তি আক্রমণ । গত বছর কী তার আগের বছরেই আমরা এমন কিছু উদাহরণ দেখেছি । নারী ব্লগারের ছদ্মেবশে একজন ব্লগার এই অভিযোগ করে এসেছে । তার পোস্টের সাধারণ বিরোধীতাকে সে ব্যক্তি আক্রমণ বলে মনে করেছে । এবং এটা নিয়ে কয়েকটি পোস্টও দিয়েছিলেন । অনেকের মনে থাকার কথা ।
ঠিক একই ভাবে আরেকটা দল আছেন যারা যে কোন ধরণের নেগেটিভ মন্তব্যকে কেবল সমালোচনা বলে সাংঙ্গায়িত করতে রাজি । তাদের কাছে ব্যক্তি আক্রমণ বলে কিছু নেই । তাদের কাছে মুখে যা ইচ্ছে তাই বলাই হচ্ছে ব্লগের স্বাধীনতা !
আমি আসলে এই দুই গ্রুপের সাথে একমত নই । আমার কাছে তাহলে ব্যক্তি আক্রমণ আর পোস্ট সমালোচনার সংঙ্গা একটু আলাদা ! আসুন ব্যাখ্যা করি ।
আমার কাছে পোস্টের সমালোচনা মানে হচ্ছে একটা পোস্ট সম্পর্কিত যে কোন ধরনের আলোচনা । আরও ভাল করে বললে আপনি পোস্টে যে যে বিষয় লেখা আছে যে যে লাইন আছে সেই সব লাইন গুলো নিয়ে আপনার মতামত দিতে পারেন । সেটা হতে পারে নেগেটিভ পজেটিভ এমন কি সর্বোচ্চ কঠিন ভাষাতে হলেও সেটা আমার কাছে সমালচনাই মনে হবে । কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্যনীয় যে সেটা অবশ্যই হতে হবে কেবল পোস্ট সম্পর্কিত !
তাহলে আমার কাছে ব্যক্তি আক্রমণ কী?
ব্যক্তি আক্রমণটা আমার কাছে হচ্ছে আপনি যখনই পোস্টের বিষয় বস্তুর বাইরে গিয়ে কাউকে কোন নেগেটিভ মন্তব্য করেন । পোস্টের বিষয় বস্তু নয় এমন যে কোন নেগেটিভ মন্তব্যই ব্যক্তি আক্রমণ ! ব্লগে ধরুণ, একজনের পোস্টের বিষয় বস্তু ধরুন, ধর্মে নারীর অবস্থান । এটা নিয়ে তিনি নিজের পক্ষের মতামত যুক্তি তর্ক তুলে ধরেছেন । সেটা পক্ষে কিংবা বিপক্ষে যেকোন ভাবে হতে পারে । এখন আপনার মন্তব্য সেখানে হবে তার এই দেওয়া ঐ পোস্টের কথার পরিপেক্ষিতে । সেটা পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে । আপনি তার বলা প্রতিটি লাইনের বিপক্ষ অবস্থান নিতে পারেন । সেটার বিরুদ্ধের নিজের যুক্তি উপস্থাপন করতে পারেন । এটা সমালোচনার অংশ । কিন্তু যখনই আপনি সেই পোস্টের বিষয় বস্তুর বাইরে গিয়ে পোস্ট দাতাকে তার কোন ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বললেন সেটা আর আলোচনার অংশ থাকলো না ! সেটা হবে ব্যক্তি আক্রমণ !
আসুন এটার আরও বাস্তব উদারহন দেই !
আমার গতদিনের গল্পটা অনেকেই পড়েছেন । না পড়ে থাকলে পড়ে আসতে পারেন ।
এখন এই পোস্টের সমালোচনা/ মন্তব্য কেমন হতে পারে যা ব্যক্তি আক্রমণ হিসাব গন্য হবে না - আসুন দেখা যাক
কেউ গল্প পড়ে বলল, গল্প ভাল হয় নি !
গল্প ভাল লাগে নি ! অথবা এটা কোন গল্প হয় নি !
এসব খুবই স্বাভাবিক ব্যাপার । গল্প পড়ে কারো ভাল লাগতে পারে, নাও লাগতে পারে। কারো মনে হতে পারে গল্প হয় নি । কারো মনে হতে গল্প পড়ে তার সময় নষ্ট হয়েছে । অথবা কেউ গল্পের ঠিক কোন কোন স্থানে কী সমস্যা বলে তার মনে হয়েছে সেটা প্রকাশ করা । এই স্থানে দৃশ্যটা এমন হলে ভাল হত কিংবা এই স্থানে এমন হওয়ার ফলে এমন মনে হচ্ছে - এই টাইপের মন্তব্য আসতে পারে । এগুলো হচ্ছে সমালোচনা ! সব সময় মনে রাখতে হবে যে সমালোচনা সেই গুলোকে বলা হবে যা পোস্টের মানকে উন্নত করতে সাহায্য করে । ব্লগার ভুয়া মফিজের মন্তব্য গুলো এমন হয়। তার মন্তব্য পড়ে আমার নিজের সব সময় মনে হয় আরে হ্যা এই জায়গাতে এমন হলে তো এটা আরও ভাল হত ! এমন বেশ কয়েকবার হয়েছে তার সমালোচনা মন্তব্য পড়ে আমি আমার গল্প পরিবর্তন করেছি । একটা মন্তব্য তুলে দিচ্ছি
আপনার এই গল্পের সবচেয়ে দুর্বল দিক হলো, দু'জনের মোবাইল অফ করে রেখে যাওয়া।
নীলা তার স্বামীর সাথে সবার সামনে দিয়েই এক কাপড়ে বের হয়ে এসেছে একটু পরেই ফিরবে বলে। গ্রহনযোগ্য সময়ে ফিরে না আসলে তার পরিবার সোহেলের বাসায় যোগাযোগ করবে। যাদের পরদিনই ডিভোর্স হয়ে যাওয়ার কথা, এমন ক্ষেত্রে দু'জনেই যদি মোবাইল রেখে যায় তাহলে মেয়ে-পক্ষ সবচেয়ে আগে যেটা করবে, সেটা হলো জামাইয়ের বিরুদ্ধে অপহরণ আর গুমের মামলা। আপনি যদিও নীলার বাবার আচ করতে পারার কথা বলেছেন, তবে সেটা যথেষ্ট শক্ত না। শুধু অনুমানের উপর ভিত্তি করে কোন বাবাই মেয়ের নিখোজে হাত-পা গুটিয়ে বসে থাকবে না।
মন্তব্যে ঠিক খেয়াল করে দেখুন সে গল্পের দুটো দুর্বল দিক তুলে ধরেছেন । এবং এই মন্তব্য পড়ে আমার সত্যি সত্যিই মনে হয়েছে আরে তাই এমনই তো হওয়ার কথা ! পরে আমি নিজে আবার গল্প এডিট করেছে । এটা কোন ভাবেই ব্যক্তি আক্রমণের অংশ নয় বরং এটা গল্পকে ত্রুটি মক্ত করার জন্য সমাচলোনা !
এবার আসুন বলি যে কোন ব্যক্তি আক্রমণ ! ধরুন এই পোস্টেই একজন মন্তব্য করলো,
আপনার মত ক্ষুদ্র চিন্তার মানুষই এমন গল্প লিখতে পারে !
এমন গল্প লিখেন মেয়ে পটানোর জন্য !
আপনি সরকারি চাকরি করেন বলেই এমন গল্প লেখার সময় পান ।
অথবা বেকার বলে কোন কাজ নেই তাই এমন গল্প লিখতে পারেন ।
এমন গল্পের লেখার জন্য আপনার বিয়ে/চাকরি হচ্ছে না ।
এখানে এই মন্তব্য গুলোর দিকে খেয়াল করলে দেখবেন যে এখানে প্রতিটি বিষয়ের সাথে আমার ব্যক্তিগত ব্যাপার জড়িত । এই মন্তব্য গুলো হচ্ছে ব্যক্তিআক্রমণ মূলক মন্তব্য । এখানে আমার লেখার থেকেও আমার ব্যক্তিজীবনকে একদম অযাচিত ভাবে তুলে আনা হয়েছে । এবং মন্তব্য কোন ভাবেই আমার লেখার সমালোচনা করার জন্য করা হয় নি বরং করা হয়েছে আমাকে হেয় করার জন্য !
আশা করি বুঝতে পেরেছেন !
সমাচলনা মূলক মন্তব্য গুলো আরও ভাল করে বুঝানোর জন্য আপনার ব্লগার 'নতুন' এর মন্তব্য গুলো খেয়াল করে দেখতে পারেন 'মোহামমদ কামরুজজামান' এর ধর্ম বিষয়ক পোস্ট গুলোতে । এই দুইজনের মন্তব্য আমি সব সময় মনযোগ দিয়ে পড়ি । দুইজনের মত দুইজন থেকে আলাদা অথচ কেউ কাউকে কখনও ব্যক্তি আক্রমণ করে মন্তব্য করছে না । মন্তব্য আসছে যা পোস্ট রিলেটেড ! এটা ব্লগীয় আচরণের একটা ভাল উদারহন ! কে সঠিক কে ভুল সেটা আমি বলছি না । আমি কেবল বলছি তারা যেভাবে একে অন্যের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন সেটার কথা ! অন্য দিকে ব্লগার আহমেদ জী এস মন্তব্যগুলো ভাল ভাবে লক্ষ্যনীয় । ব্লগার সোনাবীজ ভাই, সাড়ে চুয়াত্তর বেলাতেও তাই । ব্লগার ড. এম আলী ও খায়রুল আহসানের নাম নেওয়া দরকার তবে তারা সব সময় পোস্টের ভাল দিকটা তুলে ধরেন । এটা অবশ্য একটা ভাল গুণ । কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ভাল দিকটাই দেখেন । অবশ্য কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের খারাপ দিকটাই দেখেন ।
অথচ আমরা দেখতে পাই ব্লগে কিভাবে পোস্টের ধারে কাছে না গিয়েই নির্দিষ্ট কিছু ব্লগার দিনের পর দিন অন্য ব্লগারদের যা ইচ্ছে তাই বলে যাচ্ছে । কার ব্যক্তি জীবনে বউ চলে গেছে, কার চাকরি নেই, কে চাকরি পায় না কার কবিতা থেকে সরকারি চাকরির গন্ধ আসছে আরও কত ছন্নছাড়া মন্তব্য ! একজন বউ চলে গেছে এমন মন্তব্য কেউ করা হবে? কেউ চাকরি পাচ্ছে না সেটা মন্তব্য কে বলা হবে ? একজন লেখক টাকা দিয়ে বই ছাপিয়েছে কিনা এই প্রশ্ন কেন করবে কেউ ?
মাঝে মাঝে এই সব প্রশ্ন দেখে আমি অবাক হয়ে যাই ! এবং এই সমস্ত মন্তব্য করাকে তারা নিজেদের ব্যক্তি স্বাধীনতা মনে করছে ! এটা খুব ভয়ংকর একটা ব্যাপার । বেশির ভাগ মানুষই যখন কোন অন্যায় করে, তখন সে জানে যে সে অন্যায় করছে । কিন্তু মানুষ যখন নিজের করাটা অন্যায়টাকে অন্যায় বলেই ধরে না তখন সে কিভাবে নিজেকে সঠিক পথে নিয়ে আসবে ! কিভাবে পরিবর্তন করবে?
আচ্ছা ধরুন আপনি আজকে আপনার পোস্টে গিয়ে মন্তব্য করলাম আপনার বাসার বাথরুমে দরজারর রং কী? আজকে পেট পরিস্কার হয়েছে কিনা ! আজকে বউয়ের সাথে ঝগড়া করেছেন? এগুলো তো আমি খুব ভদ্র প্রশ্ন করলাম । এমনও সব প্রশ্নও করা যে সেগুলো আমি উদাহরণ হিসাবে টানতেও পারছি না ! এবং এই প্রশ্নের উত্তর গুলো পরবর্তিতে পোস্টে ব্যবহার করা হচ্ছে ।
যেমন কদিন আগে একজনের পোস্টের মন্তব্য আসলো যে এমন লজিক দেন বলেই আপনি চাকরি পান নি ! উক্ত ব্লগার যে চাকরি করে না এই তথ্য কিন্তু সেই একই ব্লগার অযাচিত ভাবে অন্য কোন পোস্ট তাকে মন্তব্যের মাধ্যমে জানতে চেয়েছিলেন ।
এই সব ব্যক্তিগত প্রশ্ন করাটাও আমার কাছে ব্যক্তি আক্রমণের গোত্রভুক্ত । কারণ এই তথ্য গুলোই পরবর্তিতে তার বিরুদ্ধে ব্যবহার করা হয় ! আর ব্লগ কোন ব্যক্তিগত প্রশ্নোত্তরের স্থান নয় । যদি কোন ব্লগার সম্পর্কে কারো জানার আগ্রহ থাকে তাহলে সোস্যাল মিডিয়া কিংবা ইমেল ফোন ব্যবহার করুক, ব্লগে এই সব কেন?
পুরো পোস্ট পড়ে আশা করি বুঝতে পেরেছেন আমার চোখে কোনটা ব্যক্তি আক্রমণ এবং কোন সমালোচনা !
আপনার চোখে এই ব্যাপার গুলোই যে ব্যক্তি আক্রমণ মনে হতেই হবে, সেটা আমি বলছি না । আপনার ভিন্ন মত থাকতে পারে । আমি যেটাকে সমালোচনা ভাবি আপনি সেটাকে ব্যক্তি আক্রমণ ভাবতে পারেন । নিজের মতামত আপনি তুলে ধরতে পারেন ।
যে প্রশ্ন গুলোর উত্তর আমি আপনার কাছে জানতে চাই তা হচ্ছে
১. পোস্টে পোস্টের বিষয় বহির্ভুত মন্তব্য আপনি সমর্থন করেন কিনা? এটা বন্ধ হওয়ার দরকার কিনা ?
২. অযাচিত মন্তব্য করা কী ব্লগীয় আচরণের ভেতরে পড়ে?
৩. ব্লগারদের ব্যক্তিগত জীবনের প্রশ্ন যেগুলো যে ব্লগে তুলে আনে নি সেই ব্যাপারে তাদের প্রশ্ন করা উচিৎ বলে মনে করেন কি?
৪. পোস্টের মন্তব্যের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ভাবে ব্যক্তিগত বিষয় গুলো তুলে এনে মন্তব্য করা কি সমালোচনার অংশ বলে মনে করেন ?
আমি সত্যিই ব্লগে যারা পোস্ট বহির্ভুত মন্তব্য করে তাদের দুই চোখে দেখতে পারি না । অযাচিত প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন করা মানুষ গুলোকে আমার দেখতে ইচ্ছে করে না । এবং আমি মনে করি যে অপ্রাসাঙ্গিক এই মন্তব্য করা গুলো বন্ধ করা দরকার ।
এবার আসি সব শেষ কথা ! আপনাদের মনে সব থেকে বড় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, বেটা তুই যে জ্ঞান দিচ্ছিস এতো তুই কি কখনই ব্যক্তি আক্রমণ করিস নি ?
উত্তর হচ্ছে, হ্যা করেছি । তবে সেটা পরিমানে খুবই কম ! মানুষ যেহেতু মানুষ মানুষের ভুল ত্রুটি হয় । এই ব্যক্তি আক্রমণটাকে আমি নিজের কৃত অপরাধ হিসাবেই ধরে নিই । এবং সেটার জন্য অনুতপ্ত । এই জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী ! তবে এটাও বলি যে শুরুটা কখনই আমি করি নি । আমার তীব্র অপছন্দের মানুষের বেলাতেও সব সময় এড়িয়ে গেছি । কিন্তু যখন নিজের উপরে এসেছে তখন সেটার জবাব দিতে হয়েছে । তারপরেও যখন পরে নিজের এই মন্তব্য গুলোর দিকে তাকিয়েছে খানিকটা লজ্জতি হয়েছে এবং নিজের কাছে প্রতিজ্ঞতা করেছি, এমন কিছু আর না করার !
আরেকটা কথা বলে যেতে চাই। এখন থেকে আমি এটাই ঠিক করেছি যে পোস্টে যে যে মন্তব্য গুলো এমন ভাবে ব্যক্তি আক্রমণ মূলক হবে প্রতিটা মন্তব্যে আমি রিপোর্ট করবো । সব সময় সকল মন্তব্য ব্লগ প্যানেলের পক্ষে দেখা সম্ভব হয় না । রিপোর্ট গুলো আশা করি তারা দেখবে। আপনারাও প্রতিটি অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য রিপোর্ট করুন ! এমন কি আমার কোন মন্তব্যও যদি আপনাদের ব্যক্তি আক্রমণ মূলক মনে হয় সেটাও আপনারা রিপোর্ট করবেন ! কেন মনে হল সেই কারণ সহ ! আমি যেহেতু মানুষ আমার ভুল হতে পারে এবং আমি নিজেকে সব সময় সংশোধন করতে প্রস্তুত !
আপনার পোস্টে পোস্ট বহির্ভুত যে কোন ব্যক্তি আক্রমণ মূলক ও অপ্রাসঙ্গিক মন্তব্যের জবাব দেওয়া থেকে বিরত থাকুন এবং সেই মন্তব্য গুলো মডারেটরের কাছে রিপোর্ট করুন !
আসুন ব্যক্তি আক্রমণ বিহীন সামু ব্লগ তৈরি করি !
পোস্টের তীব্র সমালোচনা করি, ব্যক্তি আক্রমণ না করি !
হ্যাপি ব্লগিং !
সংযুক্তিতে ব্লগ প্যানেলের একটি নির্দেশনা যোগ করে দিলাম

pic source
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




