যে কেউ আমার নামে অভিযোগ করতেই পারে । এটা খারাপ কিছু না । এটা আমি স্বাভাবিক ভাবেই নিই ।
একজনের কাছে জানতে পারলাম যে কয়েক ঘন্টা আগে একটা নিক খুলে একজন অন্য আরেকজন ব্লগারের মন্তব্যে একটা নাটক আর আমার একটা গল্পের লিংক জুড়ে দিয়ে মন্তব্য করেছে যে গল্পটা আমি নাটক দেখে লিখেছি ! গল্পটা আমি নাটক দেখে লিখেছি কিনা সেটা নিয়ে আমি কোন কথা বলবো না । আপনাদের উপর সেইটা বিচারের দায়িত্ব দিয়ে দিলাম !
এই হল সেই গল্প এবং এই হল সেই নাটক
আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আগে সম্পূর্ণ গল্প পড়বেন এবং সম্পূর্ন নাটক দেখবেন । তারপর যদি মনে হয় যে নাটক দেখে গল্প লেখা হয়েছে তাহলে অবশ্যই আমার নামে রিপোর্ট করবেন ! এবং সেই সাথে মডারেশনের কাছেও অনুরোধ থাকবে যেন তারাও অভিযোগ খোতিয়ে দেখে এবং তারপর ব্যবস্থা নেয় ! কিন্তু নাটক না দেখে এবং গল্প না পড়ে কেউ দয়া করে মন্তব্য করবেন না !
এই কথা আমি কোন ভাবেই অস্বীকার করবো না যে অন্য গল্প কিংবা কোন গান সিনেমা হতে থিম নিয়ে আমি গল্প লিখি নি ! কোন কোন সময়ে একটা ছবি থেকেও গল্প লিখেছি, কোন ইউটিউব ভিডিও দেখে লিখেছি কিন্তু যতবার অন্যের থিম নিয়ে গল্প লিখেছি সব সময় নিচে লিখে দিয়েছি যে থিম এডোপ্টেস কিংবা ওমুক থেকে অনুপ্রাণীত হয়ে লিখেছি, নির্দিষ্ট ছবি কিংবা ভিডিও সংযুক্ত করে দিয়েছে । এটা আমি সব সময় করেছি নিজের মানসিক শান্তির জন্য ! একেবারে প্রথম যখন ব্লগিং শুরু করি তখন একবার একটা কার্টুনের দৃশ্যের বর্ণনা দিয়েছিলাম । তখন নিচে কোন কিছু লিখে দেই নি । তখন আসলে এসবের ব্যাপারে কোন ধারণা ছিল না । যখন থেকে ধারণা হয়েছে তখন থেকে এই ব্যাপারে সব সময় সচেতন । যে গল্প আমার নিজের লেখা সেটা একান্তই আমার নিজের লেখা । যেটা আমার নিজের চিন্তার না, সেটা মৌলিক গল্প না, আমার আর সেটার নিচে অবশ্যই আমি সব সময় লিখে দিই সেই কথা !
আপনারা গল্প পড়ুন এবং নাটক দেখুন তারপর আপনারাই সিদ্ধান্ত নিবেন।আমি এই নাটকটা দেখলাম এবং কাহিনী যা দেখলাম সেখানে আমার গল্পের ধারে কাছে নেই । কেবল একটা মিল যে গল্পে মেয়েটা রুম ভাড়ার জন্য ফোন দেয় এবং সেখানে ছেলে ধরে ! ব্যাস ! এটা থেকে বলা যাবে যে গল্পটা নাটক দেখে লেখা ? তবুও আপনাদের উপর সিদ্ধান্ত ছেড়ে দিলাম । অনুরোধ থাকবে যে গল্প এবং নাটকের থিম, গল্পের বিল্ডআপ, কাহিনী ফর্মেশন, চরিত্র সব দিকে আপনারা খেয়াল করবেন এবং কোন দিক দিয়ে এক সেটা আমি আসলে জানতে চাই । এমন এমন কি গল্প ও নাটকে ছেলে মেয়ে এক ফ্লাটে কি অবস্থায় থাকতে এসেছে সেটাও চিন্তা করার অনুরোধ রইলো ! আবারও বলছি যে পুরো গল্পটি পড়বেন এবং সেই সাথে নাটকটি দেখবেন পুরোপুরি ! আমিও নাটক দেখলাম অভিযোগের পরেই । আপনারাও দেখুন !
আরেকটা কথা যে আমি নিজেও নাটক এবং গল্পের লিংক সহ মডারেশন প্যানেলকে মেইল করেছি । এবং সেখানেও তাদের জানিয়েছি যে যদি তাদের বিচারে মনে হয় যে এটা নাটক দেখে লেখা তাহলে যেন তারা অবশ্যই ব্যবস্থা নেয় । আইন সবার জন্য সমান হওয়া দরকার !
যিনি অভিযোগটি করেছেন তিনি মাত্রই নিকটি খুলে অভিযোগ করেছেন । আপনাকে বলি যে আপনি আপনার আসল নিকেই অভিযোগটি করতে পারতেন । সমান্য এই কাজের জন্য আরেকটা নিক খোলার কোন দরকার ছিল না !
শুভ ব্লগিং !
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



