
কেউ যদি প্রশ্ন করে বারো বছর ধরে ব্লগিং করে আসলে তুমি কী করেছো?
ছোট করে উত্তর হবে আমি আসলে কিছুই করি নি । তবে আগেও যেমন বলেছিলাম কোন এক পোস্টে যে আমি মূলত ব্লগ লিখে আয় করা যায় এমন বাক্য শুনেই গুগলে প্রথমে ব্লগ লিখে সার্চ দিয়েছিলাম । যেহেতু শব্দটা বাংলাতে ছিল তাই প্রথম সার্চ অপশনটাই এসেছিলো এই ব্লগের । তখন ব্লগের তুমুল জনপ্রিয়তা । তিন চারশ ব্লগার সব সময় লগিং থাকতো । মিনিটে মিনিটে পোস্ট এসে হাজির হত । যাই হোক এখানে দুইদিন ঘুরে বেড়ানোর পরেই বুঝলাম যে আয়ের কোন উপায় এখানে নেই । আমার তখনই চলে যাওয়া উচিৎ ছিল যেহেতু যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা পূরণ হয় নি । কিন্তু যাওয়া হয় নি । সেই যে রয়ে গেলাম আজও রয়ে গেছি ।
আমি সত্যিই এতো লম্বা সময় ধরে কোন কিছুর সাথে যুক্ত থাকি নি । এক যুগ মানে চার হাজার তিনশ তিরাশি দিন । আমি যদি ভুল না করি তাহলে এই চার হাজার তিনশ তিরাশি দিনের ভেতরে অন্তত চার হাজার দিনের প্রতিদিনই আমি ব্লগে একবার হলেও ঢু মেরেছি । কিছু লিখি না লিখি কিংবা কোন পোস্ট না পড়ি বা না পরি একবার হলেও ব্লগে ঠিক ঠিক ঢু মেরে গিয়েছি । পড়াশুনা বা অন্য কোন কাজ নিয়ে যদি ব্যস্ততা ছিল তখনও একটু হলেও ঢু মেরেছি ব্লগে । মনে হয়েছে ব্লগে যদি না ঢুকেছি মনে হয়েছে কিছু যেন করি নি ।
ব্লগে আমি লিখেছি নানান কিছু । তবে এই লেখা আসলে ঠিক কারো জন্য নয় । ছোট বেলা থেকে লেখালেখির একটা ঝোক ছিল । মনের ভেতরে কত কিছু কিড়মিড় করতো মূলত সেই সবই লিখেছি । ব্লগের এই লেখা মূলত নিজের জন্য । আমার অভ্যাসটা ছিল যে কোন কিছু যখন মাথার ভেতরে আসে তখন সেটা যত সময় না লিখে ফেলি তত সময় কোন ভাবেই শান্তি পেতাম না । লিখলেই বরং শান্তি আসতো । একটা সময়ে আমি প্রচুর লিখতাম । আমার মনে আছে এক শুক্রবারে আমি একদিনে তিনটি পো্স্ট করেছিলাম । তবে লেখালেখাির অভ্যাস এখন কমে এসেছে । আগের মত এখন আর লেখা কিছু লিখতে ইচ্ছে করে না । এছাড়া এখন আগের মত এতো আজুড়ে সময়ও নেই । পেট দায় বলে কথা । এমন অনেক অভ্যাস যা আগে ছিল এখন সে সব চলে গেছে একেবারে ।
কিন্তু তারপরেও সামুর অভ্যাস রয়ে গেছে । সামুতে প্রবেশের সময়টা বদলেছে এখন । আগে সামুতে প্রবেশ করতাম রাতের বেলা । লম্বা একটা সময় কাটতো তখন । রাতে ঘুমাতে দেরি হত উঠতেও হত দেরি । এখন রাতের বেলা সামুতে প্রবেশ বন্ধ । কেবল সামুতেই নয় এখন রাতেরবেলা সকল সব কিছু থেকেই বিদায় নিচ্ছি আগে আগে । সকাল সকাল ঘুম । সকাল সকাল ঘুম থেকে উঠা । এখন সকালের দিকে সামুতে ঢু মারি । পোস্টের সংখ্যা যেহেতু এখন কম তাই সব পোস্টের উপরে চোখ বুলাতে সমস্যা হয় না খুব একটা ।
আমার ব্লগের পরিসংখ্যান

গত বছর ভুয়া মফিজ প্রশ্ন করেছিল যে স্ক্রিনশট নিতে ৪০ মিনিট দেরি হল কেন ! আসলে গত বছর স্ক্রিনশট নিয়েছিলাম ১১ বছর ৪০ মিনিট সময়ে । এইবার নিলাম ১২ বছর ১০ মিনিট সময়ে । আসলে সকালে উঠে নোটিফিকেশন আছে ফেসবুক মেমরিতে । সেখানেই দেখলাম এই বর্ষপূর্তির পোস্ট । তাই স্ক্রিন শট নেওয়া সহজ হল ।
আমার ব্লগে আমি খুব বেশি মন্তব্য করি নি । বারো বছরের হিসাবে মাত্র ২৮ হাজার । ব্লগে একটা লম্বা সময় আমি কেবল গল্পই পড়েছি আর গল্পের পোস্টেই মন্তব্য করেছি । এছাড়া অন্য পোস্টে আমার খুব একটা মন্তব্য করা হয় নি খুব একটা । এরপর গল্প সহ আরো কিছু পোস্টে মন্তব্য করতাম । এখনও তাই ।
মোট পোস্টের সংখ্যা ১৫শ টির একটু বেশি । সেই হিসাব করলে প্রায় তিন দিনে একটা পোস্ট করেছি । আগে যখন প্রবল ইচ্ছে ছিল ব্লগ লেখার অন্য কোন কাজ ছিল না তখন মাসে গড়ে ৩০/৩২টা পোস্ট লেখা হত । তারপর সামুকে যখন ব্লক দেওয়া হল সরকারি ভাবে তখন এই পোস্ট লেখা কমে গিয়েছিলো বেশ । তখন ব্লগে ঢুকতে বেশ ঝামেলা হত । এখন গড়ে মাসে ১০/১১টা পোস্ট লেখা হয় ।

আমার ব্লগটি ৩২৮৯২০১ বার দেখা হয়েছে । সামুতে এখনও এটাই সর্বোচ্চ হিট সংখ্যা । গড় করলে পোস্ট প্রতি দুই হাজারের বেশি হিট । অবশ্য এখন এতো হিট আসে না আগের মত । একটা কারণ অবশ্য আছে । আমার বেশির ভাগ পাঠকই ফেসবুকের । আগে পোস্ট লিখে সেটা ফেসবুকে শেয়ার করতাম । সেখান থেকে পাঠক আসতো কিছু । এখন অবশ্য নিজের ব্লগ থাকার কারণে গল্প সব সেখানেই পোস্ট করা হয় ।
সমাুকে নিয়ে স্মৃতি মনে পড়তে আপাতত । সে অনেক দিন আগের কথা । আমার মনে আছে পরদিন আমার একটা ভাইভা ছিল ক্যাম্পাসে । আমি একটা পোস্ট লিখে ভাইভার জন্য প্রস্তুতি নিবো ভাবছিলাম কিন্তু তখনই পোস্টের কারণে একটু ক্যাঁচাল বেঁধে গেল । সেই ক্যাচাল চলল মোটামুটি রাত একটা দেড়টা পর্যন্ত । আমি পিসি বন্ধ করে ঘুমাতে গেলাম একেবারে শূন্য প্রস্তুতি নিয়ে। পরদিন ভাইভা জঘন্য রকম খারাপ হল । বাসায় ফেরার সময় আমার মাথার ভেতরে তখন কেবল একটাই ব্যাপার ঘুরপাক খেতে লাগলো যে কাজটা কী হল ! একটা বেহুদা পোস্টের জন্য আমার ভাইভা খারাপ হল ! সেদিনের পর থেকেই নিজের কাছেই প্রতিজ্ঞা করলাম যে ব্লগ কিংবা ফেসবুক যেখানেই হোক না কেন এর কারণে যাতে আমার বাস্তব জীবনের উপর কোন প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভাল ভাবে । সেদিনের পর থেকেই মূলত আমি ব্লগ আর ফেসবুকের তর্ক বিতর্কের ব্যাপারে সিরিয়াসনেস দুর করে দিয়েছি একদম ।
বারো বছর পার হল । দেখা যাক সামনে আরো কত বছর পার হয় সামুতে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


