
একটা দৃশ্য কল্পনা করুন । আপনি কয়েকজন মানুষের সাথে দাড়িয়ে রয়েছেন । এর ভেতরে একজন কথা বলছে কোন বিষয় নিয়ে । আপনি সহ আরো দুইজন সেই কথা শুনলেন তারপর একেকজন একের রকম মন্তব্য করতে লাগলেন । আড্ডাতে যেমন হয় । এখন যে কথা বলছিলো সে একে একে অন্য সবার কথার জবাব দিল কিন্তু আপনার মন্তব্যের জবাব দিলো না । আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে ?
অবশ্য বড় ধরনের বেকুব আছে কিছু যারা এই ভেবে ফ্যান্টাসীতে ভোগে যে আমি এমন প্রশ্ন করেছি যে জবাব দিতেই পারে নি । আছে এমন কিছু বলদ ।
বর্তমানে অনলাইনে বিশেষ যে কাজটা কেউ কারো থেকে কম না সেটা হচ্ছে নিজের যুক্তি উপস্থাপন করে কথা বলা । হোক সেটা সেই যুক্তি যত বেহুদাই কিন্তু কেউ এই যুক্তি কিংবা জবাব দেওয়ায় কারো থেকে কম না । কেউ যদি আপনার প্রশ্নের জবাব না দেয় দয়া করে ভাববেন না যে জবাব দিতে পারে নি । বরং আপনার মন্তব্যের জবাব দেওয়া তার কাছে গুরুত্বপূর্ণ নয় । আপনি তার কাছে একজন তুচ্ছ একজন মানুষ ।
ব্লগ কিংবা অনলাইনে কাউকে অপমান করার সব থেকে সহজ হচ্ছে এই পদ্ধতি । তার কথা পুরোপুরি অগ্রাজ্য করে । তার মন্তব্যের কোন জবাব না দেওয়া । ধরেন একজনের পোস্টে ১০ টা মন্তব্য পড়েছে । পোস্ট দাতা নয়জনের মন্তব্যের জবাব দিয়েছেন কেবল আপনার মন্তব্যের জবাব দেন নি । আরো ভাল করে বললে আপনার মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন নি । আপনার কেমন মনে হবে?
আপনি কি আবারও তার পোস্টে মন্তব্য করবেন?
আবার মন্তব্য করতে একটুও সম্মানে বাঁধবে না আপনার?
পোস্টে আসা মন্তব্যের জবাব দেওয়া কিংবা না দেওয়া একজনের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে । এটা নিয়ে দেখি অনেকেই জবাবদিহিতা দাবী করেন । ব্যাপারটা আমার কাছে বড় হাস্যকর মনে হয় । আমার পোস্টে আমি কাকে জবাব দেব কিংবা না দেব সেটা একান্তই আমার নিজের ব্যাপার । এখানে কারো কিছু বলার থাকতে পারে না । একজনের মন্তব্যের জবাব দেওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে । হ্যা এটা অবশ্যই কারো কাছে অভদ্রতা মনে হতেই পারে । তারপরেও কারো মন্তব্যের জবাব না দেওয়া একজনের নিজেস্ব ব্যাপার । এবং কারো কিছু বলার নেই । অন্তত ফরমালভাবে কারো কিছু বলার থাকতে পারে না । তবে ব্যক্তিগত মতামত থাকতে পারে । যেমন আমার নিজেরই আছে । আমি নিজেই কিন্তু বলছি যে কেউ আমার মন্তব্যের জবাব নাই দিতে পারে । এটা তার অধিকার এবং এখানে আমার কিছু বলার নেই । সেই সাথে এটাও বলছি কেউ যদি আমার মন্তব্যের জবাব না দেয় - সেটা আমি মোটেই পছন্দ করি না । পছন্দ না করলেও আমার আসলে এখানে কিছু করার নেই । অন্যের আচরণ নিয়ন্ত্রন করার অধিকার কিংবা এখতিয়ার আমার নেই । সো আমি কী করি?
যে আমার মন্তব্যের জবাব দিল না, পরবর্তীতে তার কোন পোস্টে আমি আর কখনই মন্তব্য করি না । আমার কাছে, কেউ যদি আমার পোস্টের মন্তব্যের জবাব না দেয়, আমার কাছে এর অর্থ হল সে আমাকে অপমান করলো । আর এই অপমানটা যদি আমার মনে থাকে তাহলে তার পোস্টে আমি কখনই মন্তব্য করি না । হ্যা তবে এমন হতে পারে যে কেউ যে আমার মন্তব্যের জবাব দেয় নি এটা আমি ভুলে গিয়েছি, তখন হয়তো মন্তব্য করতে পারি । এছাড়া আরো কিছু বলদ রয়েছে তারা হয়তো আমার মন্তব্যের জবাব দিয়েছে কিন্তু আমি যা বলেছি সেবসের ধারে কাছ দিয়ে না গিয়ে অন্য কিছু বলেছে । মানে সে বুঝেই নি আসলে আমি কী বলতে চেয়েছি । এমন বলদের পোস্টে মন্তব্য করার কোন মানে হয় না ।
অনেকের মনে হতে পারে যে ব্যাটা তুই যদি আমার পোস্টে মন্তব্য না করিস তাতে আমার কী যায় আসে !
অবশ্যই কিছু যায় না । আমার মন্তব্যে করা না করা নিয়ে কিছুই যায় আসে না । এমন কি এই ব্লগের কোন ব্লগারেরই মন্তব্য করা না করা নিয়ে কারো কিছু যায় আসে না । অনেকে অবশ্য ভাবে তার মন্তব্য করা বুঝি খুব বেশি গুরুত্বপূর্ণ । তাকে মন্তব্য করতেই হবে !
না রে ভাই আপনার কোন পোস্টে মন্তব্য করা না করাতে আসলে কিছুই যায় আসে না ।
মন্তব্যের এই ব্যাপারটা কেবলই আমার একান্ত নিজেস্ব ব্যাপার । তুমি আমাকে যথাযত সম্মান দিলে না, আমি তোমাকে আর চিনলাম না । তুই যেই হও না কেন তাতে আমার আর কিছু যায় আসে না । সিম্পল !
আমি যেহেতু নিজে মন্তব্যের যথাযত জবাব না পেলে অপমানিত বোধ করি তাই চেষ্টা করি সব সময় আমার পোস্টে আসা সকল মন্তব্যের জবাব দিতে । এখন যদিও মাল্টিনিকের দৌড়াত্ব কম । আগে এমন প্রায়ই হত । মাল্টিনিকের সাথে বিশেষ করে যাদের আসল নিক বর্তমানে সামুতে রয়েছে এমন মাল্টিনিকের জবাব দিতে আমার ইচ্ছে করে না । এছাড়া পোস্টের বাইরে অপ্রাসাঙ্গিক ভাবে আসা মন্তব্যের জবাবও দিতে ইচ্ছে করে না ।
আপনারা কারো পোস্টে মন্তব্য করলেন । কিন্তু সে জবাব দিল না । আপনার মন্তব্য রেখে আপনার পরের কোন মন্তব্যের জবাব দিল । সেটা আপনাদের মনেও থাকলো যে আগের পোস্টে মন্তব্যের জবাব সে দেয় নি । তারপরেও কি তার পোস্টে মন্তব্য করেন? করলে কেন করেন? আপনাদের আত্মসম্মানে বাঁধে না ব্যাপারটা?
আপনাদের ব্যাখ্যাটা শুনি একটু
ছবি পিক্সেকডটকম
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



