মন্ত্রী সভার জরূরী মিটিং বসেছে কেবিনেট রুমে । আজকে সেখানে উপস্থিত আছে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী । এছাড়া সংসদের গুরুত্বপূর্ন সদস্যরা রয়েছে সেখানে । সবার মুখ গম্ভীর । সামনে নির্বাচন আসছে । আগামী নির্বাচন নিয়ে একটু চিন্তায় আছেন সবাই । কিভাবে সামনের দিন গুলোতে পদক্ষেপ নিতে হবে সেসব নিয়ে সব সময় আলোচনা হচ্ছে । তবে আজকে এই মিটিংয়ের কোন সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয় নি । এটা মিটিংটা কেবলই সংসদের গুরুত্বপূর্ন লোকজনদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ।
বড় গোল টেবিলটা ঘিরে সবাই বসেছে । কেউ কোন কথা বলছে না । টেবিলের যে প্রান্তে প্রধানমন্ত্রী বসেছেন তার ঠিক উল্টো দিকে একটা বড় স্ক্রিন দেখা যাচ্ছে । সেখানে একটা ওয়েবসাইট খোলা রয়েছে । ওয়েব সাইটটার নাম সামহোয়্যারইন ব্লগ । সবাই গভীর ভাবে তাকিয়ে রয়েছে স্ক্রিনের দিকে । সবাই আশা করছে এখনই সেখানে কোন নতুন পোস্ট এসে হাজির হবে যেখানে দেশ কিভাবে চালাতে হবে সেই বিষয়ে কোন নির্দেশনা কিংবা পরামর্শ থাকবে । সেটা নিয়ে আলোচনা হবে মিটিংয়ে ।
স্ক্রিন নিরন্ত্রণ হচ্ছে ঘরের কোনার দিকের একটা ছোট টেবিল থেকে । সেখানে একজন বসে রয়েছে । তার কাজই হচ্ছে কিছু সময় পরপর ওয়েবসাইটটাকে রিফ্রেশ করা । সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে বড় স্ক্রিনের দিকে । এছাড়া সকলের সামনে একটা করে ল্যাপটপ রাখা । সেখানেই ওয়েবসাইটটা খোলা রয়েছে ।
কয়েকবার রিফ্রেশ করা হল পেইজটা । ঠিক তখনই একটা পোস্ট এসে হাজির হল । সবাই মনযোগ দিয়ে পোস্ট পড়তে শুরু করলো । এখনই এই পোস্ট নিয়ে আলোচনা হবে এবং সেই মোতাবেগই সিদ্ধান্ত গ্রহন চলবে ! .........
এই পর্যন্ত পড়ার পরে কী মনে হচ্ছে আপনাদের ?
গাজাখুড়ি মনে হচ্ছে না?
অথচ কারো কারো পোস্ট পড়লে মনে হয় সরকার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ পুরো কেবিনেট তাদের এই পোস্টে জন্যই অপেক্ষা করছে ।
তারা এই পোস্ট দিবে তারপর তারা সিদ্ধান্ত গ্রহন করবে !
এই যে সরকারকে এতো পরামর্শ দিলেন, কেউ আপনাকে ফুটো পয়সা দাম দিয়েছে?
দিয়েছে?
pic source
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭