আজ থেকে বছর দশেক আগের কথা । তখন নিয়মিত ব্লগারদের সাথে ব্লগের বাইরেও দেখা সাক্ষাত আর আড্ডা হত । যদিও আমিও তাদের সাথে যেতাম কম তবুও যেতা । সেই সময়েও ব্লগের মডারেটরকে নিয়ে অনেক ব্লগার খুশি ছিলেন না । আমাদের আড্ডার একটা বিষয় এটাও ছিল । সেই সময়ে একজন বলেছিলেন যদি ব্লগের মডারেটরের উপর সব ব্লগার খুশি থাকে এর মানে হচ্ছে ব্লগ মডারেটর তার কাজ সঠিক ভাবে পালন করছেন না । কোন এক পক্ষ কিংবা উভয় পক্ষ যদি মডারেটরের উপর অখুশি থাকে তাহলে বুঝতে হবে সে হ্যা সে তার কাজ করছে !
তখন ছোট ছিলাম । তাই সেই সময়ে কথাটা আসলে ঠিক মত বুঝি নি। এখনও অবশ্য আমি ছোটই আছি ।
যখন কেউ অভিযোগ করে ব্লগ টিম সঠিক ভাবে কাজ করছে না, এর মানে হচ্ছে তারা আসলে যা যা চায় ব্লগ মডারেটর সেই কাজ গুলো করছে না । আমারও মাঝেমাঝে মনে হয় যে ব্লগের টিম ভাল ভাবে কাজ করছে না । কাজ করলে ওমুক ব্লগারকে কেন ব্যান করা হয় নি, ওমুক বেটা কেন এমন করে কথা বল কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না । কিন্তু আমি প্রায়ই ভুলে যাই যে ব্লগ টিম বা ব্লগ মডারেটর আমাকে খুশি করার জন্য এখানে বসে নেই ।
এছাড়া আমাদের সবার মাঝেই এই ধারণাটা খুব কমন আরো ভাল করে বললে এই রোগটাতে আমরা আসলে সবাই আক্রান্ত তা হচ্ছে আমরা যা ভাবি আমরা যা সঠিক মনে করি সেটাই একমাত্র সঠিক উপায় এবং এর আশে পিছু নেই - এমন একটা ভাবনা আমার মনে গেধে বসে আছে । আমার বিপরীতের সব কথাই ভুল এবং অন্যার। আমার মতের বিরুদ্ধে কাজ না করলেই সব ভুল ! এমন ধারণা আমাদের ব্লগের সবার মাঝেই আছে । কারও কারও এটা একোবরে বিপদজনক পর্যায়েই আছে । কারোর ভেতরে আসলে অল্প তবে আছে সবার মাঝেই ।
যাই হোক দিন শেষে আমাদের তো কাউকে না কাউকে দোষ দিতেই হবে এবং নিজেকে নির্দোষ ভাবতেই হবে । এই ক্ষেত্রে মডুকে দোষ দেওয়া বেশ নিরাপদ একটা ব্যাপার । সামুতে অযথা অন্য ব্লগারদের দোষারোপের ফলে আপনি ব্যান খেয়ে যেতে পারেন তবে মডু এবং ব্লগ টিমকে হাজার দোষারোপ করলে আপনার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে না । মানে এতোদিন হয় নি । আমি তো এবার থেকে সব কাজের জন্যই ব্লগ টিম আর মডারেটরকে দোষ দেওয়া শুরু করব। এই আমার গার্লফ্রেন্ড আমাকে ছ্যাকা দিয়ে চলে গেল এটার জন্যও ব্লগ টিমকে দোষারোপ করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করে দেখবো ! নিজের তো কোন দোষ নেই সেটা তো আমি জানি । আমি হচ্ছি সব থেকে নির্দোষ একজন ! আমি যদি খারাপ কিছু করেই থাকি তার পেছনে আসলে যুক্তিযুক্ত কারণ রয়েছে । আমি এমনি এমনি কিছু করি না ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬