আমরা সবাই সামুকে ভালোবাসি। সামু ছাড়া যেন আমাদের দিন কাটে না । তবে অনেকেই অবশ্য সামুকে একটু বেশিই ভালোবাসে। কেউ কেউ আবার সামুর প্রতি একটু বেশি আসক্ত। আসুন দেখা যাক আপনি সামুর প্রতি কতখানি আসক্ত । নিচের প্রশ্নগুলোর উত্তরে মাত্রা অনুযায়ী নম্বর যোগ করুন । যেটা খুব বেশি সত্য তাতে সর্বোচ্চ নম্বর নিন, যেটা সত্য না সেটাতে শূন্য দিন। মোটামুটি হলে ১/২ দিন মাত্রা অনুযায়ী। তারপর সব নম্বর যোগ করে দেখুন।
১. প্রতিদিন সকালে উঠে আপনার প্রথম কাজই হচ্ছে সামুতে ঢুকে কে কী পোস্ট, কে কী মন্তব্য করেছে সেটা চেক করা।
০-১-২-৩
২. নতুন পোস্ট আসার সাথে সাথেই আপনার সেটা পড়া চাই ই চাই।
০-১-২-৩
৩. পোস্ট পড়লে আপনার মন্তব্য করতে মনটা আকুপাকু করে।
০-১-২-৩
৪. পিসিতে ব্রাউজার অন করলে প্রথম ট্যাবটাই হয় সামুর ট্যাব।
০-১-২-৩
৫. সামুতে পোস্ট না করতে পারলে আপনার পেটের ভাত হজম হয় না।
০-১-২-৩
৬. আপনার পোস্টে কেউ মন্তব্য করলে আপনার মন আনন্দে ভরে ওঠে।
০-১-২-৩
৭. ঘরের বাইরে পথে ঘাটে আপনি মোবাইল বের করে ঠিকই সামুর পোস্ট করেন।
০-১-২-৩
৮. সামু বন্ধ থাকলে আপনার অন্য কোন কাজে মন বসে না। আপনি বারবার কেবল সামুর ইউআরএল ব্রাউজারে দিয়ে চেক করে দেখেন যে সামু ঠিক হয়েছে কিনা !
০-১-২-৩
৯. অফিস বা কাজের ফাকে ফাকে আপনি ঠিকই সামুতে আসেন বারবার।
০-১-২-৩
১০. যতই অভিমান করেন না কেন আপনি ঠিকই সামুতে আবার ফিরে আসেন ।
০-১-২-৩
আপনার নম্বর ২৫-৩০ হয় তাহলে আপনি অতি আসক্ত । ২০-২৪ হলে মোটামুটি আসক্ত। আপনার নম্বর যদ ১৬-১৯ এর ভেতরে হয় তাহলে আপনার আসক্তির মাত্রা নিয়ন্ত্রিত। যদি ১১-১৫ হয় তাহলে আপনাকে আসক্ত বলা যাবে না। তবে আপনি সামুকে ভালবাসেন । আপনার নম্বর যদি ৬-১০ হয় তাহলে আপনি সামুকে একটা সাধারণ ব্লগ হিসাবেই দেখেন। যদি আপনার নম্বর ০-৫ হয় তাহলে সামুর প্রতি আপনার কোন অনুভূতি নেই।
এমন একটা পোস্ট আমি অনেক আগে একবার দিয়েছিলাম । আরো অনেকেই সম্ভবত দিয়েছে। সেবার একটা ফান ম্যাগাজিন থেকে এই আইডিয়াটা পেয়েছিলাম।
pic source
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০২