ভারতের সম্প্রতি হামলা নিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি একটি আবেগঘন বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন "শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে। যদিআ তাদের একটুও সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় আক্রমণ করত।"
তার কথা মনে হল তাই তো রাতের আধারে কেবল চোর আর কাপুরুষরাই আক্রমন করে। তবে যে কোন বক্তব্য দেওয়ার আগে নিজেদের পেছনটা ভাল করে খেয়াল করে দেখা উচিৎ। মানুষ প্রায়ই নিজেদের ইতিহাস ভুলে যায়। রাতের আধারে আক্রমন কেবল ভারত করে নি, ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসের কাপুরোচিত হামলা করেছিল এই পাকিস্তানই । আজকে তারাই দেখি অন্যদের কাপুরুষ বলতেছে। নিজেদের ইতিহাস কি এদের মনে নেই?
আর অদ্ভুত কিছু মাঙ্গির পুতকে দেখতেছি এই কাপুরুষদের জন্য জান প্রাণ পুড়ে যাচ্ছে। ভারত বিরোধীতা করেন, করবেন, প্রতিটি বাংলাদেশ প্রেমী মানুষের মনে ভারত প্রতি ঘৃণা থাকাটা স্বাভাবিক কিন্তু সেই ঘৃণা প্রকাশ করতে গিয়ে কি পাকিস্তানের কোলে উঠতে হবে? এই দুই শুয়েরের বাচ্চাদের পাছায় ভেতরে বাঁশ ঢুকিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে ফেলে আসা উচিৎ।
আমাদের নিজেদের সমস্যার শেষ নেই আর দুই শুয়োরের বাচ্চারা আছে যুদ্ধের ফ্যান্টাসী নিয়ে।