
জীবনের মানে খুজে পেতে আমরা সারা জীবন ধরেই ছুটে চলি। এভাবেই জীবনকে খুজে পেতে চাই৷ কেউ শান্তি, সুখ আর ভালবাসাকে খুজে ফেরে। কেউবা আবার ঈশ্বর নশ্বর ও বিশ্বাসকে খুজে থাকে৷ কিন্তু কিভাবে এই সকল কিছুই খুজে পাওয়া যায়। জীবনের প্রতিটি মুহুর্ত তো অনিশ্চিত, তাহলে এই জীবনের মানে কি। সত্যি কি জীবনের কাছে আমাদের কোন মানে আছে৷
বুদ্ধের বা বৌধ ধর্মের একটি ভাগ হচ্ছে মহাযান৷ সেই মহাযানের একটি শাখা হচ্ছে জেন। অবশ্য শাখা বা ভাগ বললে ভুল হবে, জেন তারচেয়ে বড় কিছু। জেন শুধু মাত্র একটি শাখা নয় জীবনকে উপলদ্ধি করার অন্যতম একটি উপায়৷
জেন গুরুরা তার শিষ্য ও মানুষদের মাঝে শান্তির বানীকে সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এই উপস্থাপনা গুলো করেছেন বাস্তব সমৃদ্ধ। যেন মানুষ তার জীবনের সাথে এর মিল খুজে নিতে পারে।
যেমন কেউ সব কিছু পেয়েও যেন ধনী নয়, আবার সব ছেড়ে দেয়াটাই ধনী হবার সবচেয়ে বড় উপায়। কেউ শান্তি চায় নিজের জন্য, আবার সেটাই যখন সবার জন্য হয় তখন সেটাই আসল শান্তি।
জীবনকে সহজ সুন্দর ও দেখার ভঙ্গিকে অন্য একটি রূপ প্রদান করেছে জেন সাধুরা। তাদের জীবনকে দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের ভেতর খুজে দেখো তুমি সব দেখতে পাবে।
একগুচ্ছ জেন গল্প পড়ার সময় মনে হচ্ছি আমাদের জীবন আসলে কত সহজ। আমরাই শুধু জটিল করে রেখেছি৷ জীবনের জটিলতাকেও খুব সহজ উপায়ে নিয়ন্ত্রণ করা যায় এটাই সম্ভবত এর সবচেয়ে ভালো দিক। আমরা অনেক কঠিন মুহুর্তে অসহায় হয়ে পরি অথচ চাইলেই এই সময় আমরা নিজদের নিয়ন্ত্রণে রাখতে পারি৷
জীবনকে দেখার আলাদা ভঙ্গিই এই গুল্প গুলো অন্য রকম তুলেছে। প্রতিটি গল্পের শেষে লেখকের কিছু উপলব্ধি নিবন্ধন করা হয়েছে যেখানে গল্প গুলো মুল ভাব তুলে ধরা হয়েছে। যাতে পাঠক খুব সহজেই বিষয় গুলো অনুধাবন করতে পারেন।
সর্বোপরি জীবন খুব ছোট একে জটিল না করে সহজ করে দেখাই উত্তম।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



