দীর্ঘপথে নীরব হাটি অনন্ত অদ্ভুত...
যখন আমার যান্ত্রিকতায় ওস্ঠাগত প্রাণ
বুক পাজরে জমতে থাকে ভিন্ন অভিমান...
তখন আমি যাই পালিয়ে সেই আচলের তলে,
আমার জন্যে যেখানটাতে জোনাক পোকা জ্বলে..
এই 'আমি'টার কপাল খারাপ সব সময়ের জন্য
মানুষ ভেবে হাত বাড়াতেই সব হয়ে যায় বন্য...
সব ছেড়ে যেই পালিয়ে যাব মন করেছি ঠিক,
তোমায় ভেবে কাপলো আমার শূণ্য চতুর্দিক...
বুকের মধ্যে কত্তো কথা ফানুস হয়ে যাক
দাও ভুলিয়ে দু:খ ব্যাথা, পহেলা বৈশাখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


