পস্তায়েঙে আপ
ইশক জাগ উঠতাহে আকসার
এইসি খামোশি কি বাদ...
ইমার জোরাজুরিতে নিচতলায় নামতেই হলো। তিনতলায় কারবার। দোতলায় আমোদ। বিনোদন। সিনেমা হল। অফ ডে তে অফিস । কেউ যাতে টের না পায়- সোজা দোতলা। বুকিং ছিল। আসব না ভেবে টিকেট বিক্রি শেষ। গলাবাজি। তারপর জোগাড় দুটো সিট।
দোস্ত আমার নিবিষ্ট সিনেমাপ্রেমী। টুপটাপ দেখে। আসু ভি মুছে আবেগে। আমি উশখুশ করি, সিগারেট ফুকতে বাইরাই।
জান উসে দো, যো আপনা দিল তুম হে দে মাগার আপনি হুরুর (নাকি গরু কইছিল) স্রিফ উসপে কুরবান কারো যো তোমারি পেয়ার মে ফানা হো যায়ে....
ডায়লগ শুইনা আমি তো ফিদা..
কয় কী! এইবার আগ্রহী হইলাম। অতি মেকাপে আমির খানরে ক্যামন ক্যাবলা লাগতাছিল। কিন্তু ইমার প্রিয় নায়ক, আমার ছোট বইনেরও । তাই অনার করতেই হয়
। কাজল আর টাবু না খাইয়া কেমনে চাপা ভাঙ্গা চেহারা বানাইছে তাও দেখার(ক্লোজআপহাসি)।
কিন্তু ফানার গানা? উফফ, লাজওয়াব। বহুদিন পর হিন্দি ছবি দেইখা মাতোয়ারা হইলাম
তারপর আবার সে দেখি খতরনাক সন্ত্রাসবাদী।
কিন্তু পিছুটানের কারণে মিশনে ব্যর্থ। এইজন্য হরকাতুল জেহাদের কর্মীরা প্রেম করে না, শিবিরও ডাইরেক্ট বিবাহে বিশ্বাসী।
আমরা হালার প্রেমে পড়ি, পিছুটান জন্মাই। বারডেন ঘাড়ে লইয়া, যুদ্ধক্ষেত্র থাইকা পলাই। যোদ্ধাদের প্রেমে পড়তে নাই। কখনোই না।
কানে এখনো বাজতাছে কথাগুলান-
তেরি দিলমে মেরি সাসোকো পানাহ মিল যায়ে
তেরি ইশকমে মেরি জাঁ ফানা হো যায়ে...(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



