পুরান ঢাকায় থাকার সময় প্রায়ই ১টা মেয়ে কে দেখতাম, বাস স্ট্যান্ডে, কলেজ যেতো তার দুই বান্ধবী কে নিয়ে, আমিও বাস এর জন্য দাঁড়াতাম, মাঝে মাঝে দেখা হতো, অভ্যাস মত যথারীতি মুখ ঘুড়িয়ে ফেলতাম , হয়ত সবাই ভাবছেন যে অহংকারের বশে তাকাতাম না, কিন্তু মেয়েটে ছিল অন্ধ, তার ২ বান্ধবী তাকে প্রতিদিন হাত ধরে নিয়ে আসতো কলেজে, আর বাসের ভীড় ঠেলে বাড়ী পৌঁছে দিতো প্রতিদিন। তার বান্ধবীদের দেখে খুব হিংসে হতো আমার, নিঃস্ব্বার্থ ভাবে ২ জন কত বড় পুণ্য করে যাচ্ছে, আর এখন কি দেখছি? বন্ধু মানেই স্ব্বার্থ, কারণ বন্ধু যদি প্রেমে সাড়া না দেয়, তাহলে শুরু হয় তার নামে আজে বাজে কথা ছড়ানো, সত্য মিথ্যা মিশিয়ে আবেগভরা গল্প বানিয়ে মানুষের স্ব্বান্তনা জোগানো। এরাই হল "বন্ধু"...
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




