
সুখের মুখোশ দিয়ে ঢেকে রাখো ব্যাথা যত,
ফুল দিয়ে ঢাকো নীল ক্ষত।
অপমান গুলো শুধু না বোঝার ভান করে
হেসে-গলে যাও ক্রমাগত।
এরপর দিন শেষে ঠিকানায় ফিরেএসে
সযতনে মুখোশটা খুলে
দির্ঘ্যশ্বাসের মত জমে থাকা ক্লেদ যত
ধুয়েমুছে যাও সব ভুলে।
অবুঝ চোখের কোনে নোনাজল যদি জমে
রাতের আঁধারে তারে ঢেকো,
নোনাজল ছুঁয়ে ফের সুখের মুখোশ খানা
মলিন নাহয় যেন দেখ।
জেনে রাখ, পৃথিবীতে সুখ বলে নেই কিছু
যা দেখ তা মুখোশের রঙ।
ভাঙ্গাচোরা বুক নিয়ে নীলাভ মানুষগুলো
মুখোশেই সেজে থাকে সঙ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



