
বাংলার পথে প্রান্তরে আজ কবির ছড়াছড়ি
কার কবিতা বাদ দিয়ে কার কবিতা পড়ি :-C
একেক জনের কবিতার আবার একেক রকম বাহার
গাঞ্জা আর ফেন্সি নাকি তাদের কমন আহার
ময়লা কাপড়ের ঝোলা কান্ধে আজিজ মার্কেটের নীচে
বই প্রকাশের জন্য ঘোরে প্রকাশকদের পিছে

প্রকাশকদের ভাব দেখে কবিদের হয় জ্বালা
পারলে নিজে কবিতা লিখে দেখাক না বেটা শালা

ডাস্টবিনের আশেপাশে কাউয়া যেমন ওড়ে
শাহবাগের আজিজ মার্কেটে কবিরা তেমন ঘোরে
দেশে কোনটা বেশি? কাউয়া নাকি কবি?
কাজ না থাকলে এসব কথা বসে বসে ভাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



