নীলিমা ,
তোমাকে বৃষ্টি ভেবে একরাত তুমুল ভিজবো ,
আকাশ ভেবে নিশ্চিন্তে উড়িয়ে দেবো শান্তির কপোত !
দেশলাই কাঠি ভেবে গভীরে জ্বালবো অনল ,
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করবো
শিরোনামহীন জীবনের যত নষ্ট অধ্যায় , ব্যার্থ পরিচ্ছেদ !
নীলিমা ,
তোমাকে বৃষ্টি ভেবে একরাত তুমুল ভিজবো ,
এরকমই ইচ্ছে ছিল আমার !
জানো ,
সেরাতে তুমি আমি হব নগর পরিব্রাজক !
আমার এ ছন্নছাড়া
জীবনের নগর পরিক্রমায় বের হব তোমাকে নিয়ে সে রাতে,
অবাক চোখে দেখবে তুমি ,
প্রতিটি পথ থেকে রাজপথে শুধু তোমারই আঁকা পদচিহ্ন !
প্রতিটি সাইনবোর্ডে তোমারই হাসিমুখ !
প্রতিটি সিনেমা হলে দেখানো হয় তোমার আমার মুর্হূতের দৃশ্যপট !
জানো নীলিমা ,
আর সব রাত থেকে ভিন্ন সে রাত কাছে পাবার প্রতিক্ষায়
নির্ঘুম থেকেছি আমি রাতের পর রাত ।
হায়! সেই রাত আমার অধরাই থেকে গেল ,
ইচ্ছে ছিলো
খুব আয়োজন করে জানাবো আমন্ত্রন তোমাকে আমি সে মধুময় রাতে
যে রাতে থাকবেনা চাঁদ ,
শুধু থাকবে তুমি !
শুধু তুমি ,
চাদের চেয়েও অপরূপা !
ভয় পেয়োনা নীলিমা ,
তোমাকে আমি ফুলদানীতে রেখে বন্দী করবোনা ঘরের কোনে ,
একগুচ্ছ গোলাপ হয়ে থাকবে তুমি আমার মনের ছোট্টো বাগানে ,
পরিচর্যা করবো সে বাগান আমি দিনরাত ,
একটা একটা করে আগাছা তুলে ফেলবো সযত্নে ,
একটা আঁচও লাগতে দেবোনা তোমার কোমল শরীরে কোনোদিন !
আমার আদরযত্ন পেয়ে তুমি হয়ে উঠবে
আরও সতেজ ,
আরও সুন্দর প্রানবন্ত !
লজ্জায় চাঁদও সেদিন লুকিয়ে যেতে চাইবে মেঘের আড়ালে বারংবার !
জানো নীলিমা ,
আমার জন্মাবধি পোড়া কপাল !
যাকেই দু হাতে আকড়ে ধরতে চেয়েছি আমি এতটা কাল ,
সেই ব্যাথা দিয়ে পালিয়ে গেছে দূরে একাফেলে আমায় !
নীলিমা ,
তুমি কি পূর্ন করবে আমার
এই বাউন্ডুলে জীবনের একমাত্র আজন্ম সাঁধ ,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



