আমরা হেঁটে যাই,রাস্তায় ছড়িয়ে থাকা আলো, মেঘের উত্সব, লোকারন্য পথের হাপিত্যেস আর,রবিঠাকুরের আবক্ষ মূর্তির মতো চেনা আওয়াজ
ঘীরে থাকে আমাদের ।আমার পরিচিত জগতের শব্দেরা সব বিষ্ময়, বিষন্নতা, বৈকল্য, বিলাসিতা হয়ে রূপ নেয় নৈঃশ্বব্দে । আমি থেমে থাকি,
অলিতে গলিতে জমতে থাকে আরো প্রশ্ন; আমি কেবল বলতে চাই যা বলতে পারা যায়না সেই উপলব্ধ শ্বাশ্বত সত্য ,
ধরতে চাই মেঘ; আকাশ পারের ঘন কাল নীল ... সোনালু ফুলের হলুদের মত স্বপ্ন জড়ানো আবেশ।। কথা বললে ভেঙ্গে যায় ঘোর...
তাই থেমে থাকি ... হাঁটতে থাকি মেঘের নিচ দিয়ে ...."বৃষ্টি এসে পড়বে আমাদের উপর্," ...বৃষ্টি নামতে থাকে । ভিজিয়ে দিয়ে
গাডির হেডলাইট, রিক্সার হুড, রাস্তার কালো পিচ, আইসক্রীম ডেক আর আমাদের হাতের উত্সুক অপেক্ষমান তালুতে... ;
প্রথম ভালবাসার স্পর্শের মত উষ্ণতা তার শরীরে ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




