
বিভিন্ন রাষ্ট্রে নিকাব, বোরকা নিষিদ্ধ, মুহাম্মাদের ছবি আঁকা প্রতিযোগিতার পর এবার হামলা এক্কেবারে সরাসরি আল্লাহর কালামের উপর। আমেরিকার ফ্লোরিডার এক চার্চ ৯/১১ এর টুইন টাওয়ার ধ্বসে যাওয়ার পিছনে ‘ইসলাম’ কে দায়ী করে পবিত্র কুরআন পোড়ানোর মহান(!) সিদ্ধান্তে উপনীত হয়েছে; যেন আমরা বিশ্বের একশ সতান্ন কোটি মুসলিম চেয়ে চেয়ে মজা দেখতে পারি
সিএনএন এর এক সংবাদে আমেরিকান ক্রিশ্চিয়ান প্যাস্টর টেরি জোনস ‘ইসলাম’ কে ‘শয়তানের ধর্ম’ বলতেও পিছপা হয়নাই… তার অসীম জ্ঞান অনুযায়ী -ইসলামের জন্যই নাকি মিলিয়ন মিলিয়ন মানুষ নরকে যাচ্ছে। অবশ্য সে যথেষ্টই উদারতা দেখিয়েছে – তাদের রাষ্ট্রে মুসলমানেরা আমন্ত্রিত, তবে ইসলামের মত নিষ্টুর শরীয়াহ নয়-!
নিচে লিঙ্কটি দেয়া হল (ভিডিও সংযোগ হচ্ছে না)[৫ নং কমেন্টে ভিডিওটি দেখতে পারেন]
http://www.youtube.com/watch?v=D1LHqfa_GLY
মুসলিমপিটিশন নামের এই সাইটটি এই জঘন্য ঘটনার বিরূদ্ধে পিটিশন সংগ্রহের কাজ করছে -
View this link
তাছাড়া আরো কিছু ওয়েবসাইট আছে (সেগুলো যথাশীঘ্র খুঁজে এডিট করব)
সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার, নির্বাক শ্রোতা হয়ে বসে থাকার নয়
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




