সরকারি দল বলে জনগন তাদের পাশে আছে, বিরোধী দল বলে জনগন তাদের পাশে আছে । এখানে জনগন আসলে কারা ?
যে মানুষগুলো সরকারি এবং বিরোধী উভয় দলের বিভিন্ন হামলার স্বীকার হচ্ছে, হামলায় ক্ষতিগ্রস্থ হচ্ছে, হামলায় মারা যাচ্ছে তারা কি জনগনের বাইরে ?
যে খেটে খাওয়া মানুষগুলো এই নষ্ট রাজনীতির ফলে শোচনীয় অবস্থায় আছে, আয় রোজগারে ভাটা পড়েছে, এক বেলা খেলে দু বেলা না খেলে কাটাচ্ছে তারা কি জনগন না ?
বাংলাদেশ-ভারত সীমান্তে প্রতিদিন যে মানুষগুলো গুলি খেয়ে মরতেছে তারা কি জনগন না ?
নাকি জনগন তারা যাদের অঢেল টাকা আছে ? যারা দলের নেতা ? যাদের কাছে ক্ষমতা তারা ?
প্রিয় নেতা-নেত্রীগণ, আপনারা কি আমাকে একটু বোঝাবেন জনগন আসলে কারা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


