স্কুল কলেজগুলোতে এখনো দেখি নানা বিষয়ে চিঠি লেখা শেখানো হয়।ছোট ছোট ছেলে মেয়েরা যারা কখনো চিঠির খাম কি জিনিস জানে না,জীবনে যেখানে খাম এর চেহারাও দেখেনি,তারা অবলীলায় মুখস্ত করে যায় চিঠির ভাষা।কিন্তু এই ডিজিটাল যুগে কি বাচ্চাদের ডিজিটাল; কিছু শেখানো উচিত না?বর্তমান জেনারেশন কেন চিঠি লেখা শিখবে?তাদের শেখা উচিত মেইল কিংবা এসএমএস লেখা শেখা।যেমন,হয়ত পরীক্ষায় আসতে পারে,তোমার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি এসএমএস লিখো।অথবা বন্ধুকে কাল সকুল ফাকি দিয়ে চিড়িয়াখানায় যাওয়ার আহবান জানিয়ে এস এম এস লিখো।নিদেনপক্ষে তোমার প্রবাসী বানধবীকে কাচকলার ভর্তা ও পানি ফুটানোর রেসিপি দিয়ে একটি ইমেইল লিখো।আমার মনে হয় এভাবে শেখালে বাচ্চাদের জন্য শিক্ষাটা যুগোপযূগি হত।
এছাড়াও শেখানো হয় সাধু ভাষা চলিত ভাষা।কিন্তু আরেকটি ভাষা যে দিন দিন বিস্তৃতি লাভ করছে সেটা কি শেখানো হচ্ছে?অতি জরুরী এবং বহুল ব্যাবহৃত এই ভাষাটি এখনো দৃষ্টির অন্তরালেই পড়ে আছে।যেমন চ্যাট ভাষা। শিক্ষণীয় এই ভাষাটি জরূরী ভিত্তিতে ব্যাকরন বইতে সংযুক্ত করা উচিত। এখন থেকে শেখানো হবে যে ভাষা ৩প্রকার,সাধু,চলিত এবং চ্যাট।্চ্যাট এ চলিত ভাষাকেই চ্যাট ভাষা বলা হয়,যেমন, ---
YM-yahoo messenger
BTW-by the way
LOL-laugh on loud
WC-welcome
ASL-age,sex,location
F9-fine
R8-right
U-you
2-to
CONGR8-congrates
HBD-happy birth day
ইত্যাদি।আমি ব্যকরনকে এবং আমাদের শিক্ষাকে নিউ ডিজিটাল জেনারেশনের জন্য যুগোপযোগী করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



