বিহনে
স্বপ্ন বিলাসী আমি
ভালবাসার স্মৃতিতে হারাই
যাতনা লুকায় আমি
মনেতে অশ্রু ঝড়াই ।
যাপিত রজনী আনমনে মায়াবীনি ,
স্মৃতিতে বাঁধানো প্রেমের জ্যোছনা-
সে তো কেবলি আমারই ।।
কৃষ্ণ পক্ষের অপর পালকে বিছানো
অসমাপ্ত প্রেমের দীপাবলী -
সে তো কেবলি আমারই ।।
নীমিলীত আঁখি মেলিয়া হয়তো
কভু ,
বলিবেনা তুমি-
" আমি তো শুধুই তোমারই .....!!"
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



