জাফর ইকবাল স্যারের লেখার বিপরীতে একটি ফেসবুক নোট লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ আরজেল ! যার দরুন ছাত্রলীগের কতিপয় কমন্সেন্সলেস ছেলে-পেলে তার উপরে হামলা চালায় ! ফলশ্রুতিতে
তিনি এখন হাসপাতালে ভর্তি । হাতে এবং পায়ে অস্ত্রোপাচারও করা হবে !
এখন তার উপর যে এটা করা হলো এতে স্বাভাবিক লোকজনের কি প্রতিক্রিয়া হবে , যারা শিবিরের আসল কাহিনী জানে না ।
এই ঘটনার পর তাদের লম্ফ-ঝম্ফ কি বেড়ে যাবে না !? শিবিরের লম্ফ-ঝম্ফ কি থেমে গিয়েছে জাফর স্যার এর লেখা পড়ে । হয়তোবা , হয়তো বা না ! যারা শিবির করতো তারা এসবই জানে !অনেক ব্লগেই শিবির বিরোধী লেখা রয়েছে শত শত ! আমি বলবো জাফর স্যারের চেয়েও অনেক ভালো লেখা আমি পড়েছি ।
আরজেল ভাই নোটের শুরুতেই লিখেছিলেন তিনি শিবিরের নন ! কিন্তু তার লেখা টা ভুল করে হলেও শিবিরের পক্ষেই চলে গিয়েছে ।শিবিরের লোকজন বর্ম হিসেবে ব্যাবহার করেছে এই লেখা কে । কেননা জাফর স্যার এর লেখাটা ধরে নিলাম কোনো এক জায়গায় ইসলাম কে আক্রমণ করেছে । কিন্তু লেখার বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভিন্ন । তা ছিল শিবির বিরুদ্ধ । লেখার মূল বিষয়বস্তু কে হয়তোবা তিনি এড়িয়ে গেছেন ।এন্টি-ইসলামিক ব্যাপারটা পরে উত্থাপন করলেও তেমন ক্ষতি ছিল না। সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি তা জানি না । সে শিবিরের লোক না কি সেটাও আমি যাচাই করতে যাচ্ছি না ! কিন্তু একটা সন্দেহ যে ,শিবির অতি মাত্রায় সংঘবদ্ধ । তাদের কাউকে কি এত সহজে পেটানো যেত !?!?!
কথা হচ্ছিল শিবির নিয়ে ।কিন্তু ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে , ইসলামের পক্ষে কথা বলায় লীগের লোকজন লেলিয়ে দেয়া হয়েছে ।
জাফর স্যার ভালোর জন্য লিখলেন । কিন্তু তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে তা হীতে বিপরীত হয়েছে ।
লীগ এবং শিবিরের মধ্যে পার্থক্য একটা কেন জানি পেয়ে গেলাম ! জাফর স্যার শিবিরের বিরুদ্ধে এতদিন ধরে লেখা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ তার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই ! কিন্তু লীগ এক পোলারে শিবিরের পক্ষে লেখার দায়ে ঠেঙ্গায়া কিছু বাকি রাখে নাই !
শিবির জঘন্য এটা মানলাম ! কিন্তু লীগও এত ভালো না সেটা সবাই জানলেও মানি না !
ফেসবুক/ব্লগে মত প্রকাশের স্বাধীনতা এভাবে কখনো রহিত হয়েছে কিনা আমার জানা নেই । আর জাফর স্যার এর কাছ থেকে এন্টি-লিগ লেখা আশা করছি না । আশা করছি ছাত্র-রাজনীতির কালো দিক গুলো আর একবার তুলে ধরার জন্য ।
#কেউ আরেকটা জিনিস ফেসবুক/ব্লগে ইসলামিক কথাবার্তা বললেই তাদেরকে শিবির/হিজবুত বলে আখ্যায়িত করেন অনেকেই । তাহলে কি শিবিরের লোকজন ই খালি ইসলাম বোঝে ?!শিবিরের প্রসারের আরেকটা বড় কারণও বলবো আমি এটা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



