বিষন্ন বিকেলে মনে পরে তারে । সে আজ কোথায় জানি না । মানুষ এত পাষাণ হয় কি করে আমার জানা নাই।
নাকি সে মানুষ নয় ।
লিখতে গিয়ে বুক ভেঙ্গে যাচ্ছে কেন ? চোখ দিয়ে পানি ঝরছে কেন ?
আমি নাাকি নিরাপদ ব্লগার । তাহলে আমাকে ভয় পেয়ে চলে যায় কেন ?
যদি আমার সাথে ঝগড়া করে যেত , তাহলে এত কষ্ট পেতাম না।
আমার এখন চিৎকার করে কাদঁতে ইচ্ছে করছে , গলা দিয়ে আওয়াজ আসছে না কেন ?
আমি চিৎকার করে কাদঁতে চাই , আপনারা আমাকে সাহায্য করুন , প্লিজ।
হা হা হা ....,,,,,,,,,, ......,,,,,,,,,,,,,,,হাহাহা ,,,,,,, .......... কেমন লিখলাম , কমেন্টস চাই কিন্তু ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




