কেমন আছেন সবাই ?
রাত এখন ২.১৪ বাজে । একটা ব্লগে ঘুরতে ঘুরতে একটা সাইটের ঠিকানা পেলাম । Url সর্ট করার সাইট ।
কি ভাবেছেন ? তাতে আয়ের সম্পর্ক কি ? ঘুমের ঘরে বাজে বকছি তাই না ?
না ভাই, এখানে সামান্য আয়েরও ব্যবস্থা আছে । সামান্য বললে মনে হয় ভুল হবে । মুটামুটি
এখানে আপনি ৪ ধরনের কাজের মাধ্যমে টাকা আয় করতে পারবেন ।
১. আপনার লিঙ্ক সর্ট করে তা মানুষের কাছে প্রকাশের মাধ্যমে ।
২. রেফারেলের মাধ্যমে ।
৩. সাপ্তাহিক প্রতিযোগীতায় অংশ গ্রহন করে ।
৪. আপনার ব্লগ/ওয়েবসাইটে তাদের এড দিয়ে ।
তাহলে এগুলোর পেমেন্ট নিয়ে একটু জেনে নিন ।
১. আপনার লিঙ্ক সর্ট করে তা মানুষের কাছে প্রকাশের মাধ্যমে
এভাবে আয় করাটা অনেক সহজ । আপনি আপনার যেকোন লিঙ্ক সর্ট করে ফেসবুক, টুইটার, ইমেইল, আপনার ব্লগ অথবা ওয়েবসাইট । যে কোনকিছুর মাধ্যমে শেয়ার করতে পারেন । আর ওই লিংকে কেউ ঢুকলেই আপনার একাউন্টে টাকা জমা হবে । টাকার অংকটা যে দেশ থেকে আপনার ভিজিটর ঢুকবে তার উপর নির্ভর করবে । প্রতি ১০০০ ভিজিট এর জন্য আপনি .১০-.৫০ ডলার পর্যন্ত পেতে পারেন ।
২. রেফারেলের মাধ্যমে ।
এই পদ্ধতিটা আরো ভাল । এবং এর থেকে আয়ও অনেক বেশি । আপনি আপনার রেফারেল লিংক দিয়ে যে কাউকে রেজিস্ট্রেশন করাতে পারেন । প্রতিটি রেফারেল রেজিস্টারের জন্য আপনি .২০ ডলার করে পাবেন । এবং তার আয়ের ৫% পাবেন ।
৩. সাপ্তাহিক প্রতিযোগীতায় অংশ গ্রহন করে
এটাও অনেক ভাল উপায় । তবে অনেক কস্টসাধ্য । প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহন করতে হবে না । ওই সাইট থেকেই প্রতি সপ্তাহে ৩ জন বিজই নির্বাচন করা হবে ।
প্রতিযোগীতা ২ ভাগে বিভক্ত ।
১. ট্রাফিকের
২. রেফারেল এর
রেফারেল এবং ট্রাফিকের উপর ৩+৩ জন বিজইকে পুরস্কার দেওয়া হবে ।
১ম পুরস্কার= ২০ ডলার
২য় পুরস্কার= ১০ ডলার
৩য় পুরস্কার= ৫ ডলার
৪. আপনার ব্লগ/ওয়েবসাইটে তাদের এড দিয়ে
এছাড়া আপনি আপনার ওয়েবসাইট/ব্লগ/ফোরামে তাদের দেওয়া আকর্ষনীয় এডের মাধমেও বাড়তি আয় করতে পারবেন ।
পে-আউট
আপনার একাউন্টে ৩ ডলার জমা হলেই আপনি পেপালে পেমেন্টের জন্যে আবেদন করতে পারবেন । এবং ২৪ ঘন্টার ভেতর আপনার টাকা আপনার একাউন্টে পেয়ে যাবেন ।
শেষ সময়ে একটা কথা ।
আমি নিচে আমার রেফারেল লিংকটি দিয়েছি । কারন সবার মত আমিও কিন্তু আয় করতেই চাই । আর আপনার রেজিস্টারে যদি আমি .২০ ডলার পাই, আপনার তো কোন ক্ষতি নেই নাকি ?
আমি যখন রেজিস্ট্রেশন করেছি, আমি ও একটা রেফারেল লিংক থেকে করেছি । তো যদি আপনাদের ইচ্ছা হয় নিচের লিংক থেকে রেজিস্ট্রেশন করে আয় করা শুরু করতে পারেন ।
ভাল থাকবেন সবাই ।আর আমার কোন ভুল হলে প্লিজ মাফ করে দিয়েন ।
সাইটটিতে রেজিস্টার করতে নিচের লিংকে ক্লিক করতে পারেন ।
রেজিস্ট্রেশন
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




