
আমি বাগেরহাট থাকি । জেলা শহর । তবে এটা বলতে আমার লজ্জা করছে না যে আমাদের জেলাতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন পর্যন্ত নেই ।

নেই তাতে কি ? তাই বলে কি ইন্টারনেট ই ব্যবহার করব না নাকি ?
করতে তো হবেই । তাই আমি এতোদিন গ্রামীনফোনের ইন্টারনেট ব্যবহার করতাম । জটিল স্পিড পাইছি

। সর্বচ্চ যেদিন সপ্নে দেখতাম সেদিন স্পিড ২৪ ঘন্টার ১ ঘন্টা ২৪০ kbps পাইছি


। আর কমের কথা কি বলা লাগবে নাকি ??

ভাল কথা তাই নিয়েই সন্তুষ্ট থাকতাম

। পরে এক ভাই এর বুদ্ধিতে গত ১৫ দিন আগে Banglalink এর বিশাল স্পিডের কানেকশন নিলাম ।
এখন আমি দিনে ২৪ ঘন্টার ৩০ মিনিটও ২০০ kbps পাই না ।


।
এই কি ডিজিটাল বাংলাদেশ ???????

