পুস্পরানী জানি বন্দনা তোমার
এ যেন আমার ক্ষুদ্র প্রয়াস
সদা মন গহীনে তোমার বন্দনা করে বসবাস ।
তোমার তুলনা তুমি ওগো সুদূরিকা
কোথায় আছ , কেমন আছ মম কুহেলিকা ।
তিলে তিলে গড়িয়াছে দয়াময় তোমায়
ওগো তিলোত্তমা ।
তোমারে ভাবিয়া আমি সারাবেলা
থাকি আনমনা ।
বিধাতা তোমায় গড়েছেন অপরূপে
ওগো সুন্দরীতমা ।
তোমারে চাহিয়া যদি ভুল করিয়া থাকি
তবে আমায় করিও ক্ষমা ।
তোমার চোখ হরিণীর চোখ
হরিণী যেথা ম্লান
তোমার চুল স্বর্ণকেশী
জুড়ায় আমার প্রাণ ।
সদ্য উঠা চাঁদের মত ব্রু যুগল খানি
তোমার হাসিতে মুক্ত ঝরে
জুড়ায় হৃদয় খানি ।
তোমার হাঁটা নকশীকাঁথা
তরুলতাও যেন পায়না ব্যথা ।
তোমার পরশ আলতো ছোঁয়া
শিহরিত দেহে লাগে দোলা ।
তোমার কথা মধু মাখা
ঠোঁটটি তোমার ঈষৎ বাঁকা
সে যে মায়ারি আধার ।
শতরূপের রূপসী তুমি , ওগো শতরুপা
যদি রূপের আলো জ্বালিয়ে তুমি
মন গহীনে দূর করো আঁধার কালো
তবে অন্তকাল চলব সাথে
হয়ে চাঁদের আলো।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫