কোলাহলময় শহরে ঘুমের রাজ্য'কে বিদায় দিয়ে জেগে আছি তো এই শহরে সাথে তাল মিলিয়ে ..!
কোলাহলময় শহরে কুয়াশা ডাকা রাস্থা, শিশিরসিক্ত ভোর তো দেখতে পাচ্ছি না কোথাও ......!
সবকিছু কি ভাবে যে এতো পরিবর্তন হয়ে গেলো তাঁর নেই কোন ছায়া...!
কোলাহলময় শহরে ধূলো বালি ভোরা রাস্থায়, নেই কোন প্রকৃতি সৌন্দর্য......!
এই কোলাহলময় শহরে নেই কোন মায়া ভোরা ভালবাসা, শুধু আছে ভেস্ততা চিহ্ন.......!
শুভ সকাল এই কোলাহলময় শহর'কে.....!