আওয়ামী লীগের নরপশুদের জিজ্ঞাসা করি,
পারবে কি মুগ্ধের মতো আরেকটি ছেলে তৈরি করতে?
কোন সমাজে বাস করি আমরা, যেখানে মানুষের প্রাণের মূল্য নেই?
গুলি করে হত্যা, এখন যেনো খুব সাধারণ ঘটনা।
কোন সে সমাজ, যেখানে ট্রেন ক্ষতির চেয়ে মানুষের জীবন ক্ষতি তুচ্ছ?
বিবেক কোথায় তোমাদের, যারা এমন নির্লজ্জ কাজ করো?
মুগ্ধের মতো একটি নিষ্পাপ জীবন শেষ করেছো,
সেই কষ্ট আর বেদনা কি কেউ বুঝতে পারে?
মুগ্ধ, তুমি চলে গেছো এক অজানা পথে,
তোমার হাসি, তোমার স্বপ্ন সব হারিয়ে গেছে।
তোমার রক্তের দাগ মুছে ফেলবে কে?
তোমার মৃত্যুর প্রতিধ্বনি এখনও কানে বাজে।
তোমার মতো ছেলে কি আর কখনো জন্মাবে?
তোমার মতো ভালোবাসা কি আর কখনো ফিরে আসবে?
এই সমাজের বিবেক জেগে উঠুক,
তোমার আত্মা শান্তি পাক, মুগ্ধ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ৮:৫৮