আমি চিরকালই মুজিব অন্তপ্রান একজন সাধারণ মানুষ। সেই সুত্রেই আওয়ামী লীগ ঘেষা। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের কার্যকলাপ আমার একদম না পছন্দ। তাই তার সমালোচনাও করি। কারণ সবার উপরে দেশ।
হাসিনা এবার যে চাতুরতা, নোংরা কৌশল অবলম্বন করলেন! তার জন্য হাসিনা খালেদার কোন ক্ষতি হবে না, হবে দেশের। হাসিনা এরশাদকে জোড় করে এমপি বানাচ্ছেন! বিরোদীদলকে (জামাত ও বিএনপিকে) দমনের জন্য যে মেধা শক্তি আর কৌশল সরকার অবলম্বন করেছে তা যদি সন্ত্রাস আর দূর্নীতির বিরুদ্ধে করতো তাহলে এই সরকারকে সারাজীবনের জন্য জনগন ক্ষমতায় বসিয়ে রাখতো। বা বলতে পারেন ক্ষমতা থেকে নামতে দিতো না।
ভারতের দিকে তাকালে সরকার বুঝতো সে দেশের মানুষ সন্ত্রাস আর দূর্ণিীতিতে অতিষ্ঠ হয়ে নতুন গড়া আম আদমী পার্টির (ঝাড়ু মার্ক!) দিকে কেনো ছুটেছে। কিন্তু সরকারের সে সময় কোথায়!! সরকারকে বলবো চোখ কান খুলুন, যতো তারাতারি ততো মঙ্গল, দেশের জন্য দলের জন্যও। তা না হলে বাংলাদেশেও ঝাড়ু প্রতিক নিয়ে কোন দল দাঁড়িয়ে যাবে!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




