
বিগত কয়েকদিন ধরে আমাদের সামু পরিবারের একজন সক্রিয় সদস্য আমাদের অত্যন্ত আপনজন প্রিয় নিজামউদ্দিন মন্ডল ভায়ের কমেন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ থাকায় ওনার সঙ্গে আমরাও এমপ্যাথিটিক্যালি ব্যাথিত । অথচ পূর্বে ওনার উজ্জ্বল উপস্থিতিতে আমরা অনেকেই আনন্দ পেতাম, পেতাম অনুপ্রেরণাও । আমরা প্রত্যেকেই দোষেগুনে মানুষ । এমতাবস্থায় মাননীয় মডারেট স্যরের কাছে
কাতর আবেদন, ওনাকে আবার সেফ জোনে ফিরিয়ে দিয়ে ব্লগকে সরগরম করার সুযোগ দিন ।
আবেদন গৃহীত হলে কৃতজ্ঞ থাকবো।
সহব্লগারদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




