সকালে কেলাসে আসিয়া দাশু দেখিল সবাই ঘুশ ঘুশ এবং ফিস ফুস করিতেছে। নোটিশবোর্ড কে মিহিদানা ঘুষ দেওয়া সাপেক্ষে জানিয়াছে অতীব গুরুত্বপূর্ণ ভোট হইবে।
কে বা কাহারা, নিতান্তই পাজীর পা ঝাড়া গুষ্ঠি ব্লগ পয়মাল করিতেছে প্রতি রাত্তিরে। দাশু মনে মনে একটা পাকা হাসি দিয়া ভাবিল এ আর এমন কি। বোকারামদের নচ্ছার কুকুরটিও এই কাজ করিত। প্রতি সকালে পিপলের শান বাঁধানো গোড়ায় (যেখানটায় বসিলে দাশুর কাব্যভাব জাগ্রত হয়) মল ত্যগ করিত। বৈকালিক আহারের সময় দাশু ছাতুর সহিত মুঠোখানেক গুড়া মরিচ মিশাইয়া দিয়াছিল। এখন একেবারে লক্ষীটি হইয়া গিয়াছে, দাশুর কাব্যভাবে আর উৎপাত ঘটাইতে আসে না।
ব্লগের হাঁস মুখো ছুঁচোদের জন্যিও এরকম একটা কিছু লাগিবে। রাত্তিরে সিঁদ কাটা চোরের মত যেগুলো বেরোয়।
যদিও দাশুর মাথায় বুদ্ধি গিজ গিজ করে, তদাপি আজিকা দাশু শুধু একখানা বুদ্ধি'র বেশী দিবেনা বলিয়া মনস্থির করিয়াছে। ইনটেলেকচুয়াল রাইট বলিয়া কথা। আর লোকজন মিনি-মাগনার বুদ্ধি বেশী পাইলে কদর করে না , সেটা দাশু ভালই জানে।
শর্তসাপেক্ষ একখানা জাল(প্রোগ্রাম) বিছাইতে হবেঃ
১। প্রথম পাতায় তিনটির বেশী পোস্ট আছে কিনা ?
২। পোস্টের কোড ভেরিফাই করিয়া দেখিতে হইবে, আসলে একই পোস্ট বার বার হইতেছে কি না?
৩। ঐ ব্লগারের বিরুদ্ধে পাঁচ এর অধিক ভিন্ন ভিন্ন রিপোর্ট আসিয়াছে কি না ?
৪। ব্লগার এই পোস্টানোর কচিৎ পূর্বেই জন্মাইয়াছে কি না ?
এই চারটি শর্তের, প্রথম তিনটির মধ্যে যে কোন দুইটি মিলিলে, সামিয়ক ব্যান খাওয়ানো হউক। সকালে মডারেটর দিদি কিংবা দাদা আসিয়া পরিস্থিতি বিবেচনায়
ডিলিট ও খাওয়াইয়া দিতে পারেন। এ ক্ষেত্রে চার নম্বর শর্তটি সাময়িক ব্যান দিবার সময় অনুঘটক হিসেবে কাজ করিবে। যদিও দাশু নিজেই জানেনা ব্লগে কতদিন পূর্বে জন্মাইলে তাহাকে বিবেচক ব্লগার বলা যায়।
--- কৃতার্থে দাশু এবং কপিরাইট দাশু ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




