সেদিন বাসায় বসে বসে একটা ফিল্ম দেখছিলাম রাতের বেলায়। ছোট দুলাভাই হঠাৎ এসেই বলে এই সিডিটার দুইটা কপি করে দাওতো শালাবাবু। ভাবলাম কোন ফিল্ম হবে। সিডি অন করেই দেখি সামুরাইয়ের অনেক গুলো পোষ্ট আর অনেকগুলো কমেন্ট। সবগুলুই নাস্তিকদের দেয়া ইসলামকে অবমাননা করেই। সবগুলোতো আর পড়া হয়নি, শত শত কমেন্ট আর পোষ্ট এত তাড়াতারিইবা কি করে পড়ি?? দুলাভাই তাড়া দিতে লাগলেন, আমাকে যেতে হবে তাড়াতারি করে দাও। করার ফাকে বল্লাম কি দুলাভাই বুঝলামনা ঘটনা। এসব কিসের জন্য? আপনারকি সামুরাইয়ে কোন নিক আছে নাকি?? আগেতো দেখিনি ওখানে আপনি লিখেন। উত্তরে বল্লো আরে না, এটা একটা কেইসের একটা ডকুমেন্ট পার্ট মাত্র। আরো আছে প্রিন্টেড। কিছু ওলামা মাশায়েখ সামুর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। ইসলামকে অবমাননা করে যে সমস্থ পোষ্ট আর কমেন্ট সামুরাইয়ে আসছে তার প্রায় যোগার করা হয়েছে । এখন শুধু মামলা করার বাকী। আমিতো পুরা বেকুব। কি শুনি এসব। তাহলে আমাদের সামুরাই বন্ধ হয়ে যাবে নাকি?? হায় হায় এখন হবে কি??? এসব ভাবছি দুলাভাই বল্লো আরে শালা তাড়াতারি দাও। সিডি বানিয়ে দিয়ে দিলাম। ভাবলাম দুলাভাই চলে গেলে সব একটা একটা করে ঘেটে দেখতে হবে। কিন্তু তা আর হলোনা। দুলাভাই বলে ওই সব ডিলিট মার শালা। সিপ্ট কন্ট্রোল দিয়া মার। যাতে ফিরে না আসে। কি আর করা উনার সামনে করতেই হলো। উনি সিডি নিয়ে চলে গেলেন। যাবার সময় আমার মাথায় একটা ঘাট্টি মেরে বলে গেল ওই তোমার জিএফের কি খবর??
ঠিক তখনি ঘুম ভেঙ্গে গেল। সত্যি সত্যি দেখি দুলাভাই আমার সামনে দাড়িয়ে আছে। বলে ওই শালা এত ঘুমাস কেন??? কাম আছে চলো। আমি ভাবতে লাগলাম কি হইলো এতক্ষন? স্বপ্ন দেখলাম নাকি?? দুলাভাই বলে কি হলো আসমান থেকে পড়লা নাকি?? নাকি ওই ডাইনীটাকে স্বপ্নে দেখছিলা।
ধুররররররররররররররররররররররররররর সেই ২০১৪ সালের স্বপ্ন দেখি এখন। কোন মানে হয়
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




