প্রায় ১২ কিলোমিটার দূরে নাইতং মৌজার পাহাড়ের চূড়ায়
বগালেকের অবস্থান।
বগালেক নামের এই বিস্ময়কর প্রাকৃতিক জলাধার
নিয়ে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে প্রচলিত আছে নানা উপকথা।
সমুদ্র সমতল থেকে প্রায় ২০০০ ফুট উচ্চতায়
মনোমুগ্ধকর এ জলাধারটির আয়তন প্রায় ১৫ একর।
আপডেট
কোন ঝর্ণা বা অন্য কোন উৎস থেকে বগালেকে পানি আসার ব্যবস্থা নেই। লেক থেকে পানি বের হয়ে যাবারও কোন পথ খোলা নেই। লেকের সবচেয়ে কাছে যে ঝর্ণাটি আছে তাও লেকের চেয়ে ৫০০ ফূট নিচে অবস্থিত। তার পরেও সারাবছরই প্রায় একই পরিমাণ পানি থাকে। লেকের গড় গভীরতা ১২৫ ফূট। বর্ষাকালে পানি কিছুটা বাড়লেও তা উল্লেখযোগ্য নয়। লেকের পানি কখনো খুবই পরিষ্কার আবার কখনো ঘোলাটে থাকে । কখনো আবার রং পরিবর্তিত হয়ে যায়। কেউ কেউ মনে করে লেকের তল দেশে উষ্ণ প্রস্রবণ আছে। তাই এমন হয়।
বগালেকে কোন জলজ প্রাণী বা উদ্ভিদ নেই । কোন জলজ প্রাণীকে লেকের জলে ছেড়ে দিলে সাথে সাথে মারা যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এ লেকের জলে শ্যাওলা পর্যন্ত নেই।
স্থানীয়দের বিশ্বাস অতীতে কোন এক সময় দেবতারাই এই জলাশয় তৈরী করেছে। দেবতারা এখনো সেখানে বাস করেন। তাই তারা দেবতাদের উদ্দেশ্যে পূজা দিয়ে থাকে। তারা মনে করে এতে তাদের জুমের ফসল বৃদ্ধি পায়।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




