পাতা ফাঁদে পাহাড়ি তরুণীরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি খবর পড়ে মনটা খারাপ হয়ে গেছে। খবরটিতে প্রেমের নামে পাহাড়ী মেয়েদের প্রতারিত হওয়ার বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। যা যে কোন বিবেকবান মানুষের কাছেই খারাপ লাগার মত বিষয়।
আসলে পাহাড়ীদের সামাজিক ব্যবস্থায় সমতলের মানুষদের মত এতটা রক্ষণশীলতা নেই। সেখানে নারী-পুরুষ কে পরস্পরের সহযোগী হিসেবেই বিবেচনা করা হয়। তাই তাদের মধ্যে চলাফেরায় কোন বাধা দেয়া হয় না। আর অবাধ চলাফেরার সুযোগ নিয়েই একশ্রেণীর মানুষ পাহাড়ী তরুণীদের সাথে প্রতারণা করছে। অবিলম্বে এধরণের প্রতারণা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।
কালের কণ্ঠ পত্রিকার সংবাদটি তুলে দিলাম---
মোবাইল ফোনসেট আর গোপন ক্যামেরায় বিপন্ন প্রেম!
পাতা ফাঁদে পাহাড়ি তরুণীরা
একের পর এক প্রতারণার ঘটনা ফাঁস হচ্ছে আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাঙামাটিতে। ভালোবাসার অভিনয় করেই মূলত অপরাধ ঘটাচ্ছে অপরাধীরা। সম্প্রতি রাঙামাটি শহরে কয়েকজন তরুণীর সঙ্গে গোপন মেলামেশার স্থির ছবি এবং ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাঙামাটি শহরের অভিভাবকদের মধ্যে। অপকর্মের হোতারা ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি, একই সঙ্গে তা মোবাইল ফোনসেটের ব্লুট্রুথের মাধ্যমে অন্য মোবাইল ফোনসেটসহ ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। ফলে বিপাকে পড়ছে সংশ্লিষ্ট তরণীরা ও তাদের পরিবার।
প্রায় এক বছর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের হয়ে রাঙামাটিতে চাকরি করতে আসা এক শ্রীলঙ্কান কর্মকর্তা রাঙামাটি ছেড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা থেকেই তার পরিচিতদের ই-মেইলে একটি ভিডিও ফুটেজ এবং কিছু স্থির ছবি পাঠায়। সেখানে রাঙামাটি শহরের কলেজগেট এলাকার এক চাকমা গৃহবধূর সঙ্গে তার শারীরিক সম্পর্কের খোলামেলা দৃশ্য আছে। এই ছবি ও ফুটেজ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এক মোবাইল ফোনসেট থেকে আরেক মোবাইল ফোনসেটে। ফলে গৃহবধূটিকে আত্মগোপনে চলে যেতে হয়।
এরপর শহরের চম্পকনগর এলাকার একটি অভিজাত পরিবারের এক মেয়ের ওয়েব ক্যামেরায় নিজের পরিচিত কারো সামনে নগ্ন হওয়াসংবলিত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। অভিজাত পরিবারের মেয়ে হওয়ায় ঘটনাটি বেশ সাড়া ফেলে শহরে। ইন্টারনেটের মাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়লে মেয়েটির পরিবারের পক্ষ থেকে ইউটিউব ও ফেইসবুকসহ বিভিন্ন সাইটে যোগাযোগ করে ফুটেজটির প্রচার কিছুটা বন্ধ করতে সক্ষম হয়।
এরপর কয়েকটি ভিডিও ফুটেজ বের হয় পাহাড়ি তরুণীদের। এর মধ্যে শহরের তিনটি অভিজাত পরিবারের তিন মেয়ের ফুটেজ নিয়েই আলোচনা ছিল বেশি। এসব ফুটেজের বেশির ভাগই পাহাড়ি তরুণ-তরুণীদের। তবে সম্প্রতি আলোচনায় আসে গত সপ্তাহে পাওয়া দুইটি ফুটেজ। এ দুইটি ফুটেজের তরুণীরা পাহাড়ি হলেও অপরাধীরা বাঙালি। এর একটি ঘটনায় অভিযুক্ত তরুণ রাঙামাটি শহরের হাসপাতাল এলাকার বাসিন্দা। ফুটেজ প্রকাশের পর ঘটনার শিকার মেয়েটি বাদী হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা করে ওই ছেলেটির বিরুদ্ধে। ছেলেটি পলাতক। পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনার পুরো ভিডিওটি ধারণ করা হয় কলেজগেট এলাকার মোটেল জর্জের একটি কক্ষে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা নাসিরউদ্দিন শরীফ বলেন, 'আমরা ঘটনার প্রকৃত চিত্র বের করার জন্য তদন্ত কার্যক্রম চালাচ্ছি এবং একই সঙ্গে অপরাধীকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।'
একই সপ্তাহে রাঙামাটির বনরূপা এলাকার এক মোবাইল ফোনসেট বিক্রেতার সঙ্গে শহরের এক চাকমা তরুণীর কিছু স্থির ছবি প্রকাশ পায়। রিজার্ভবাজার এলাকার এ মেয়েটির সঙ্গে অপরাধ করা ছেলেটির বাসা ফরেস্ট কলোনি এলাকায়।
আবার ট্রাইবেল আদাম এলাকার দুই তরুণ-তরুণীর মোটরসাইকেল সেক্সের ফুটেজটি সাড়া ফেলে সর্বত্র। স্থানীয় দুই পাহাড়ি তরুণ-তরুণীর মোটরসাইকেলের ওপর খোলামেলা সেক্সের ফুটেজ এটি। আবার জাতিসংঘের একটি সহযোগী সংস্থায় চাকরিরত দুই পাহাড়ি সহকর্মীর ভিডিও ফুটেজ, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তির ব্যক্তিগত জীবনের কিছু ছবি, ঢাকার একটি বাসায় পাঁচ পাহাড়ি তরুণীর ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি, ঢাকায় প্রতিষ্ঠিত রাঙামাটির এক মারমা তরুণী মডেলের ব্যক্তিগত জীবনের ছবি এখন সহজলভ্য।
১৫ থেকে ২০টি ঘটনার স্থির ছবি ও ভিডিও ফুটেজ এখন এক শ্রেণীর যুবকের হাতে। এসব ফুটেজ ও ছবির একটি বড় অংশই গোপনে ধারণ করা। কোনো কোনো ক্ষেত্রে সম্মতির ভিত্তিতেও।
মূলত প্রতারণা, ভালোবাসা এবং বিশ্বাসভঙ্গজনিত ঘটনার পরই শুরু হয় ব্লুট্রুথ, ফেইসবুক, ব্লগের মাধ্যমে ছবি বা ফুটেজ ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া।
এ ব্যাপারে বিশিষ্ট শিক্ষাবিদ নিরুপা দেওয়ান বলেন, 'মোবাইল ফোন ব্যবহারের একটি নীতিমালা থাকা জরুরি। আর এসব সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনিক উদ্যোগের প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন অভিভাবকদের সচেতনতা।'
রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, 'সারা দেশে মোবাইল এবং ভিডিও ক্যামেরায় যে পর্নোগ্রাফির গোপন ব্যবসা, এর থেকে পার্বত্য এই শহরও ব্যতিক্রম নয়। আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে, আমি রাঙামাটির সব থানার ওসিদের নিয়ে এ বিষয়ে বৈঠক করছি। ইতিমধ্যে আমরা ভিডিও ফুটেজ ও স্থির ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করেছি, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
১৭টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
বিজয় দিবসের অপপ্রচারের বিরুদ্ধে, প্রতিবাদ ও ঘৃণা জানিয়ে । সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ২০২৫, ১৬ই ডিসেম্বর।

দুঃখ ভারাক্রান্ত মনে ত্রিশ লক্ষ তাজা প্রানের এক সাগর রক্তের বিনিময়। দুই লক্ষাধিক মা বোনের সম্ভ্রম হারানো। লক্ষ শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এক কোটি মানুষের বাস্তুহারা জিবন। লক্ষ কোটি... ...বাকিটুকু পড়ুন
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।