
পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানা ধরনের, নানা মতের রাজনীতি আছে। তাই বলে একুশ শতকের এই আলোকিত যুগে কোনো মানুষ শিক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পার, শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্লোগান দিতে পারে-- এটা ভাবতেই অবাক লাগে।
যাদেরকে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের অগ্রণী ভূমিকা পালনকারী বলেই আমরা চিনি, আজ তারাই শিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে- এটা সত্যিই দুঃখজনক।
এটা শুধু পার্বত্য চট্টগ্রামের সমস্যা নয়, আসলে এর পেছনে জড়িয়ে আছে অনেকের সার্থ। যারা মনে করে, যে সাধারণ মানুষ উচ্চ শিক্ষার সুযোগ পেলে তাদের কর্তৃত্ব দুর্বল হয়ে যাবে, জনগণকে তারা তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না, এটা আসরে তাদেরই কাজ।
দেশের গুণী মানুষদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই ভুল পথ থেকে জেএসএসকে সরিয়ে আনুন। তা না হলে, পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষ জেএসএস-এর পাশাপাশি আপনাদেরকে ক্ষমা করবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




