যত দেখি, মন ভরে না। মনে হয় আবার যাই!!!!
গত দুটি পর্বে বেশি ছবি দিতে পারিনি, এবার দেখা যাক।
শুরুতেই সিলেট শহরের মধ্যেঃ টিলাগড় ইকো পার্কঃ

শহরের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ কল্পনা করা যায়?


সিলেটের চা বাগান অনেক সুন্দর। সময়ের সাথে তাল মিলিয়ে এর সৌন্দর্য যেন বেড়েই চলেছে। সেই ১৮৬৭ সাল থেকেঃ লাক্কাতুরা চা বাগান।



এরপর শহর থেকে একটু দূরেঃ খাদিমনগর জাতীয় উদ্যান।



এরপর আর একটু দূরেঃ রাতারগুল



আমার দেখা সিলেট... ২
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




